সারা দেশের মতোই পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্য সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করেছে একাধিক বিধি নিষেধ। এমতবস্থায় রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- Advertisement -
রাজ্যে লোকাল ট্রেন চালানো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “ট্রেন না চালালে বলবে ট্রেন বন্ধ রেখেছে। আর ট্রেন চালালে ভিড় হবে। মানুষের জীবন-জীবিকার কথাও তো ভাবা প্রয়োজন। কত মানুষ কলকাতায় আসে কাজের সূত্রে। বলুন আমরা কোন দিকে যাব? এগোলেও দোষ, পিছলেও দোষ।” মমতা আরও বলেন, ‘‘বেশ কিছু বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী পরিস্থিতি বিচার করে প্রয়োজনে আরও কিছু ঘোষণা করা হতে পারে।’’
- Advertisement -
দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়েছিল সমাজমাধ্যমে। সেই খবর ভুয়ো ও নিজেকে সম্পূর্ণ সুস্থ দাবি করে মুখ্যমন্ত্রীর বার্তা, “আমাকে নিয়েও খবর হয়েছে শুনলাম। লেখা হয়েছে, আমার নাকি কোভিড হয়েছে! আমার কিচ্ছু হয়নি। এখানে তো লুকোচুরির ব্যাপার নেই। ওটা সম্পূর্ণ মিথ্যে খবর। আমি পুরোপুরি সুস্থ।”
- Advertisement -
বাড়ির কারও করোনা হলে অন্যদেরও সতর্কতা অবলম্বন করে আইসলেশনে থাকা প্রয়োজন বলে জানিয়ে মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন। তাঁর বক্তব্য, “ধরুন, বউয়ের কোভিড হয়েছে।
দেখা যাচ্ছে, স্বামী বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। ভাবছে, আমি তো নেগেটিভ। আমি তো মিশতেই পারি। বাড়িতে কারও হলে তাঁরও যে আইসোলেশনে থাকা উচিত, এটা আমরা ভুলে গিয়েছি।”