Purulia : ‘ভুল করেছিল তাই পুরুলিয়ায় পরাজয় আমাদের’, স্বীকারোক্তি দিয়ে বিজেপিকে আক্রমণ মমতার

Purulia : 'ভুল করেছিল তাই পুরুলিয়ায় পরাজয় আমাদের', স্বীকারোক্তি দিয়ে বিজেপিকে আক্রমণ মমতার

পুরুলিয়ার তৃণমূলের কর্মিসভায় কেন্দ্রীয় সরকারবিজেপির বিরুদ্ধে বঞ্চনা সহ একাধিক অভিযোগ এনে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে পুরুলিয়ার তৃণমূলের লোকেরা ভুল করেছিল বলেই সেখানে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল বলে জানালেন তিনি।

মঙ্গলবার পুরুলিয়ার তৃণমূলের কর্মিসভায় তৃণমূল নেত্রী বলেন, “পুরুলিয়ায় আমাদের লোকেরা ভুল করেছিল। সেই কারণেই পুরুলিয়ায় পরাজয় আমাদের।” সেই সঙ্গে তাঁর অভিযোগ, “জেতার পর থেকেই আর এলাকায় বিজেপির দেখা নেই। এখানকার বিজেপি নেতা ও সাংসদরা বেপাত্তা। আমাদের সরকার সবসময় মানুষের পাশে আছে। আমাদের বিরুদ্ধে কুৎসা করছে বিজেপি-সিপিএম-কংগ্রেস।”

আরও পড়ুন:  “আমি ওদের উলঙ্গ করে দেব”, হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে পুরুলিয়ার সভা মঞ্চ থেকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছে বিজেপি সরকার। ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না।” তিনি আরও বলেন, ”কয়লা পাচার মামলায় ইডি-সিবিআই পাঠাচ্ছে। কাউকে বলছে কয়লা কেলেঙ্কারিতে যুক্ত। কাউকে বলছে গরু পাচারে যুক্ত। বিজেপি মন্ত্রীদের ঘরে সিবিআই পাঠান। বিজেপির সরকার ভেজাল সরকার।” তাঁর কটাক্ষ, “কখনও লালুপ্রসাদের বাড়ি, কখনও দিল্লিতে আপ নেতা, কখনও হেমন্ত সোরেনের বাড়িতে সিবিআই যাচ্ছে।” গরুপাচার নিয়েও সরাসরি বিএসএফ-কেই দায়ী করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:  Keshpur: প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! ব্লক সভাপতিকে ঘিরে বিক্ষোভে পণ্ড দলীয় বৈঠক

সেই সঙ্গে নিজের দলীয় কর্মীদেরও বার্তা দিয়েছেন মমতা। কর্মীদের উজ্জীবিত করে তৃণমূল নেত্রী বলেন, “হেরে গিয়েছেন তো কী হয়েছে! ঘর থেকে বেরিয়ে মানুষের পাশে দাঁড়ান। মানুষের দরজায় গিয়ে খবর নিন। আগামীদিনে একটা সিট যেন বিরোধীরা না পায় সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ