Bangla Diwas : ১ বৈশাখ বাংলা দিবস, ‘বাংলার মাটি বাংলার জল’ রাজ্য সঙ্গীত, প্রস্তাব পাশ বিধানসভায়

Bangla Diwas : ১ বৈশাখ বাংলা দিবস, ‘বাংলার মাটি বাংলার জল' রাজ্য সঙ্গীত, প্রস্তাব পাশ বিধানসভায়

১ বৈশাখ হচ্ছে বাংলা দিবস এবং ‘বাংলার মাটি বাংলার জল’ রাজ্য সঙ্গীত। বিধানসভায় পাশ হল প্রস্তাব। যদিও প্রস্তাব পাশ করা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ, রাজ্যপাল সই করে অনুমোদন না দিলে তা লাগু হবে না৷

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস নিয়ে তৃণমূল পরিষদীয় দল প্রস্তাব আনে। ভোটাভুটিতে পক্ষে ১৬৭টি ভোট এবং বিপক্ষে ৬২টি ভোট নিয়ে প্রস্তাব পাশ হয়। এরপরেই বিধানসভা কক্ষ পরিত্যাগ করেন বিজেপি বিধায়কেরা। অধিবেশনের শেষে প্রস্তাবিত রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি বাংলার জল’ সমবেত কন্ঠে গান মুখ্যমন্ত্রী ও শাসকদলের বিধায়কেরা।

আরও পড়ুন:  Purulia : জঙ্গলসুন্দরীতে সিমেন্ট কারখানার উদ্বোধন মুখ্যমন্ত্রীর, ৬৫০ কোটির বিনিয়োগ

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের শাসকদলকে কটাক্ষ করে বলেছিলেন, “এই প্রস্তাবে স্বাক্ষর করবেন না রাজ্যপাল।” জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কে কে সমর্থন করবে জানি না, কিন্তু আমাদের নির্দেশ থাকবে ওই দিনই বাংলা দিবস হিসাবে পালন করার।” ১৬ অক্টোবর অর্থাৎ বঙ্গভঙ্গ রদের দিনটি ‘বাংলা দিবস’ হিসাবে পালনের প্রস্তাব দিয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। অন্যদিকে বিজেপি ২০ জুন বাংলা দিবস পালনের দাবি জানিয়েছিল।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ