তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তাল আমডাঙা, এক শিশু সহ আহত ১০

তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তাল আমডাঙা, এক শিশু সহ আহত ১০

দলবদলকে কেন্দ্র করে তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো উত্তর ২৪ পরগনার আমডাঙার কুমারদুনি গ্রাম। পারস্পরিক সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে খবর। এছাড়াও সংঘর্ষে ১ শিশুও আহত হয়েছে।

শাসক দল তৃণমূলআইএসএফ পরস্পরের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে। তৃণমূলের বক্তব্য, দলবদল করে আইএসএফ থেকে তৃণমূলে যোগ দিয়েছেন একাধিক কর্মী সমর্থক। সেই কারণেই তাঁদের সমর্থকদের উপর বোমাবাজি ও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে তৃণমূলের অভিযোগ অস্বীকার করে আইএসএফ-এর বক্তব্য, এক শিশুকে মারধরের প্রতিবাদ করেছিলেন আইএসএফ সমর্থকরা। তাই তাঁদের উপর তৃণমূল হামলা চালায়। ঘটনায় আহতদের প্রথমে আমডাঙা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরের কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ