Naushad Siddiqui : নওশাদকে তলব সিআইডির, ভবানী ভবনে হাজিরা বিধায়কের

Naushad Siddiqui : নওশাদকে তলব সিআইডির, ভবানী ভবনে হাজিরা বিধায়কের

বিধায়ক নওশাদ সিদ্দিকিকে তলব সিআইডির। পঞ্চায়েত ভোটের সময় ভাঙড়ে অশান্তিকে কেন্দ্র করে খুনের ষড়যন্ত্রের অভিযোগ দায়ের হয়ে বিধায়কের নামে। সেই মামলাতেই সোমবার নওশাদকে তলব করেছিল সিআইডি। বিধানসভার অধিবেশনের শেষে তিনি হাজিরা দিয়েছেন ভবানী ভবনে।

জানা গিয়েছে, ভাঙড় ২ ব্লকের হাটগাছা গ্রামের বাসিন্দা ঋত্বিক নস্কর অভিযোগ করেছিলেন, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দিতে হাটগাছার কয়েক জন বাসিন্দাকে নিয়ে তিনি এবং তাঁর শ্বশুর রাজু নস্কর ভাঙড় ২ ব্লকের দিকে যাওয়ার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও টাঙ্গি দিয়ে কুপিয়ে এবং গুলি করে তাঁর শ্বশুর রাজু নস্করকে খুন করা হয় বলে অভিযোগ আনেন তিনি। গত ১৬ জুন নওশাদ-সহ ৬৮ জনের বিরুদ্ধে কাশীপুর থানায় মামলা দায়ের করেন ঋত্বিক। সেই খুনের মামলাতেই সিআইডি নওশাদকে তলব করেছে বলে জানা গিয়েছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ