গুজরাট নিবাসী ঘাটালের বাসিন্দা সোনা ব্যবসায়ীর সোনা চুরি যাওয়ার অভিযোগের তদন্তে ঘাটালের সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করল গুজরাট পুলিশের তদন্তকারী দল। ঘটনায় তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে প্রকাশ্যে এসেছে গোষ্ঠী কোন্দল।
- Advertisement -
জানা গিয়েছে, আদতে ঘাটালের বাসিন্দা গুজরাটের সোনা ব্যবসায়ী বানেশ্বর জানার দোকান থেকে ২ কেজি সোনা চুরি যায়। তাঁর অভিযোগের ভিত্তিতে ঘাটালে হানা দিয়ে অভিযুক্ত তাপস মন্ডলকে গ্রেপ্তার করে গুজরাট পুলিশ। সূত্রের খবর, গ্রেপ্তার হওয়ার পর তাপস বয়ান দিয়েছেন, তিনি ৫০ লক্ষ টাকা এবং ৯৭০ গ্রাম সোনা দিয়েছেন তাঁরই সম্পর্কিত আত্মীয় রামপদ মান্নাকে। মঙ্গলবার গুজরাট পুলিশের দল তাঁর খোঁজে ঘাটাল আসে। রামপদ বাড়ি না থাকায় তাঁর স্ত্রী তথা তৃণমূল পরিচালিত ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা মান্নাকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা।
- Advertisement -
সাংসদ দেবের প্রতিনিধির বাড়িতে গুজরাট পুলিশ
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। গত বিধানসভা নির্বাচনে ঘাটালের তৃণমূল প্রার্থী ছিলেন শংকর দোলই। তিনি হেরে যাওয়ার পরে অভিযোগ করেন, দলের একাংশের অসহযোগিতার কারণেই তিনি হেরেছেন। তাঁর বক্তব্য, ঘটনায় প্রাথমিক ভাবে রাম মান্না দোষী হয়েছেন। তাঁর শাস্তি হওয়া উচিত। অন্যদিকে রামপদ মান্নার অভিযোগ, তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করতে শংকর দোলই সংবাদমাধ্যমে মিথ্যা অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব।