গোয়া নির্বাচন : রাজ্য কমিটি ঘোষণা তৃণমূলের তরফে

গোয়ায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূলের তরফে পূর্ণাঙ্গ রাজ্য কমিটির ঘোষণা করা হল। কমিটির মোট সদস্য সংখ্যা ৬৯ জন। সভাপতি কিরণ কন্দোলকর। এছাড়াও কমিটিতে নয় জন সহ-সভাপতি রয়েছেন। মূল সংগঠন ছাড়াও যুব, মহিলা ও ব্লক সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার গোয়া সফরে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে পৌঁছেই বেশ কয়েকটি আভ্যন্তরীণ বৈঠক করেন। বৃহস্পতিবার গোয়া সফর শেষ করে কলকাতায় ফিরবেন তিনি। বিধানসভা ভোটে মহারাষ্ট্র গোমন্তক পার্টির সঙ্গে আসন বন্টন নিয়ে এই সফরে বৈঠকের কথা রয়েছে। তার আগে গোয়া রাজ্য তৃণমূলের একাধিক সংগঠনের বিভিন্ন পদ ও নেতৃত্বের ঘোষণা করা হল।

আরও পড়ুন:  “গরুর দামের থেকেও কম দাম তৃণমূলের বিধায়ক সাংসদদের”, তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

রাজ্য কমিটিতে সভাপতি কিরণ কন্দোলকর, নয় জন সহ-সভাপতি ছাড়াও রয়েছেন ১২ জন সাধারণ সম্পাদক, ২৯ জন সম্পাদক। এগজিকিউটিভ কমিটির পদে আছেন ১৮ জন। যুব সংগঠনে সভাপতি জয়েশ শেঠগাঁওকার এর নেতৃত্বে রয়েছে তিন জন সহসভাপতি ও সাত জন সাধারণ সম্পাদকের কমিটি। ১৩ জনের মহিলা তৃণমূলের গোয়া সংগঠনের সভানেত্রী অভিতা বন্দোদকর। এছাড়াও প্রকাশিত হয়েছে ৪০টি ব্লকের তৃণমূল সভাপতিদের নাম।

আরও পড়ুন:  মেদিনীপুর পৌরসভার সামনে কংগ্রেসের বিক্ষোভ, ঝালদা পৌরসভার ঘটনার প্রতিবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ