তৃণমূলের মধ্যে সংঘাতের সুর, পার্থকে কটাক্ষ মদনের

দিন কয়েক ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোট সংক্রান্ত ব্যক্তিগত মত সম্পর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে উত্তাল থেকেছে রাজ্য রাজনীতি। এরপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে প্রকাশ্যে মুখ খোলেন অপরূপা পোদ্দার, কুনাল ঘোষরা। দলের কুৎসিত ভাবমূর্তি বিজ্ঞাপিত হচ্ছে দেখে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় হস্তক্ষেপ করেন। দলে কারও সম্পর্কে মন্তব্য প্রকাশ্যে না করে দলের অভ্যন্তরে করার বার্তা দেন তিনি। অন্যথা শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন। কিন্তু তাঁর বক্তব্যকে কটাক্ষ করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

আরও পড়ুন:  Akhil Giri : ফের ক্ষমাপ্রার্থনা অখিল গিরির, রাষ্ট্রপতি নিয়ে মন্তব্যের জন্য “অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী”

শনিবার সমাজমাধ্যমে লাইভ এসে মন্তব্য করেন মদন। বলেন, “শুনছিলাম, যাঁর যা বিক্ষোভ তা দলের মধ্যে বলার নির্দেশ দেওয়া হয়েছে। আমার প্রশ্ন, দলের মধ্যে কোথায়, কাকে বলতে হবে। তাঁকে কোন ঠিকানায় পাওয়া যাবে। কারণ কর্মীরা বলছেন, তৃণমূল ভবনে এক মাত্র সুব্রত বক্সী ছাড়া কাউকে পাওয়া যায় না।” ফের মুখ খোলেন রবিবার।

একই প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কারণে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কার্যালয়ে যাওয়া যায় না। অভিষেক এতই ব্যস্ত যে তাঁর কাছে আমাদের মতো সাধারণ কর্মীরা পৌঁছতে পারেন না। তপসিয়ার দলীয় কার্যালয় ভাঙা পড়েছে। আমি দলের বিরুদ্ধে বলছি না। কিন্তু কিছু বলার থাকলে তা জানাব কাকে?” পার্থকে কটাক্ষ করে মদন বলেন, ‘‘তাই উনি যদি আমায় বলে দেন, ওঁর বাড়ির তলায় যে কনস্টেবল থাকেন, তাঁর কাছে দিয়ে যাবেন, আমি সেখানেই দিয়ে আসব।’’

আরও পড়ুন:  “শুভেন্দুকে দিয়ে বীরবাহার জুতো পালিশ” করানোর হুমকি কুনাল ঘোষের

ঘটনায় তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ