Rujira : সংবাদমাধ্যম ও ইডিকে একগুচ্ছ নির্দেশিকা, অভিষেকের স্ত্রী রুজিরার মামলায় আদালত

Rujira : সংবাদমাধ্যম ও ইডিকে একগুচ্ছ নির্দেশিকা, অভিষেকের স্ত্রী রুজিরার মামলায় আদালত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার মামলার প্রেক্ষিতে সংবাদমাধ্যম ও ইডির এক্তিয়ার নির্ধারণ করে দিল কলকাতা হাইকোর্ট। সংবাদমাধ্যম ও ইডির উদ্দেশ্যে একগুচ্ছ নির্দেশিকা দিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।

নিয়োগ দুর্নীতি সহ একাধিক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীকে একাধিক বার জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হয়েছে৷ রুজিরা তারই প্রেক্ষিতে আদালতে মামলা করে অভিযোগ করেন, সংবাদমাধ্যম এমন ভাবে সংবাদ পরিবেশন করছে যাতে তাঁর এবং তাঁর পরিবারের সম্মান নষ্ট হচ্ছে। সংবাদমাধ্যমেই অভিযোগ প্রমাণ হওয়ার আগেই অভিযুক্তের বিচার হচ্ছে বলেও অভিযোগ আনা হয়।

আরও পড়ুন:  “স্কুলে পড়াতে হবে না, রাস্তায় নেমে পড়ুন”, শিক্ষকদের তীব্র ভর্ৎসনা আদালতের

সেই মামলায় সংবাদমাধ্যম ও ইডির উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশ,
১. তল্লাশি এবং বাজেয়াপ্তের সময় কোনও সরাসরি সম্প্রচার করা যাবে না।
২. তল্লাশি অভিযানের বিষয়ে আগাম সংবাদমাধ্যমকে জানাতে পারবে না তদন্তকারী সংস্থা।
৩. তদন্তকারী সংস্থা সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালাতে পারবে না।
৪. খবর পরিবেশনের সময় অভিযুক্তের ছবি ব্যবহার করতে পারবে না সংবাদমাধ্যম।
৫. চার্জশিট জমা পড়ার আগে কোনও ছবি প্রকাশ করা যাবে না।

আরও পড়ুন:  Abhishek : অভিষেকের আপ্ত সহায়ককে রক্ষাকবচ দিল না আদালত

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ