Jhargram : ২ বছর ধরে প্রাথমিক স্কুলে তালা, স্কুল খোলার দাবিতে আন্দোলনে গ্রামবাসীরা

Jhargram : ২ বছর ধরে প্রাথমিক স্কুলে তালা, স্কুল খোলার দাবিতে আন্দোলনে গ্রামবাসীরা

স্কুলের একমাত্র শিক্ষিকা বদলি নিয়েছেন। ফলে দীর্ঘ প্রায় ২ বছর ধরে ঝাড়গ্ৰাম জেলার নয়াগ্ৰাম ব্লকের ভালুক গাজড়ী প্রাথমিক বিদ্যালয়ের ঝুলছে তালা। বন্ধ পঠনপাঠন। গ্রামে স্কুল থাকতেও আড়াই কিমি দূরের স্কুলে যেতে হচ্ছে ছোট ছোট পড়ুয়াদের৷ প্রতিবাদে স্কুল খোলার দাবি নিয়ে এবার আন্দোলনে নামলেন গ্রামবাসীরা।

জানা গিয়েছে, ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় নয়াগ্রামের চাঁদাবিলা অঞ্চলের ভালুক গাজড়ী প্রাথমিক বিদ্যালয়। তৈরি হয় নতুন বিদ্যালয় ভবন৷ নিয়োগ পান একজন শিক্ষিকা। কিন্তু বছর দুয়েক আগে বদলি নিয়ে অন্যত্র চলে স্কুলের একমাত্র শিক্ষিকা। গ্রামবাসীদের অভিযোগ, তারপর থেকেই তালাবন্ধ স্কুল ভবন। বন্ধ স্কুলের পঠনপাঠনও। বাধ্য হয়ে এলাকা থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরের স্কুলে পড়ুয়াদের পাঠাচ্ছেন অভিভাবকেরা। কিন্তু জঙ্গল নিকটস্থ গ্রাম হওয়ায় প্রতিদিনের যাতায়াতে সমস্যার পড়ছে কচিকাঁচারা৷

আরও পড়ুন:  Elephant : হাতির তাণ্ডবে দিশেহারা, ঝাড়গ্রামের সাঁকরাইলে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

ইতিমধ্যে অবিলম্বে স্কুল খোলার দাবি নিয়ে ভালুক গাজড়ী প্রাথমিক বিদ্যালয় বাঁচাও কমিটি তৈরি করেছেন এলাকাবাসীরা। শুরু হয়েছে আন্দোলন। গ্রামবাসীদের তরফে ডেপুটেশন দেওয়া হয়েছে শিক্ষা দফতরেও। কিন্তু এখনও সমস্যার সমাধান হয়নি। নয়াগ্রাম ১ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিষয়টি স্বীকার করে নিয়ে জানিয়েছেন, সমস্যাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ