শিক্ষক দিবস উপলক্ষ্যে অবসরপ্রাপ্ত ও প্রবীণ শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জ্ঞাপন শালবনী পঞ্চায়েত সমিতি

শিক্ষক দিবস উপলক্ষ্যে অবসরপ্রাপ্ত ও প্রবীণ শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জ্ঞাপন শালবনী পঞ্চায়েত সমিতি

শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে দ্বিতীয় বার সদ্য দায়িত্ব নিয়েছেন নেপাল সিংহ। আর কলকাতার রাজপথে ছাত্র পরিষদের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর ঠিক করেন, শালবনী ব্লকে অবসরপ্রাপ্ত ও প্রবীণ শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জ্ঞাপন করবেন। বুধবার শিক্ষক দিবস উপলক্ষে শালবনী ব্লকে সদ্য দায়িত্ব নেওয়া জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতির উপস্থিতিতে প্রায় দেড়শত জন প্রবীণ শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন:  Paschim Medinipur : ব্যতিক্রমী শিক্ষক দিবস পালন গোয়ালতোড়ের বুলানপুরে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী ব্লকের বিডিও প্রনয় দাস, জয়েন্ট বিডিও দেবব্রত কোনার, এসআই শৌভিক জানা, বিশিষ্ট সমাজসেবী সন্দীপ সিংহ, গৌতম বেরা, অতনু সিংহ, শিক্ষক তন্ময় সিংহ, শ্যামল মুখার্জি, চন্দন মাসান্ত, সুব্রত দাস, অভিজিৎ ঘোষ, পূজা চ্যাটার্জী, অমিত মারিক সহ অন্যান্য অতিথিরা। এই অনুষ্ঠানে জেলার সমস্ত বিদ্যালয়গুলোতে পরিকাঠামো উন্নয়নের জন্য কাজ করার আশ্বাস দেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি ও শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ সকলকে ধন্যবাদ জানিয়ে সমাজে শিক্ষক সমাজের মর্যাদা রক্ষার আহ্বান জানান। সন্দীপ সিংহ উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের, সকল আয়োজকদের পাশাপাশি অনুষ্ঠানের সঞ্চালক বিশিষ্ট কবি কৃষ্ণেন্দু ঘোষ ও বাচিক শিল্পী তথা পঞ্চায়েত সমিতির সদস্য পায়েল সামন্তকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন:  Medinipur : উদীয়মানের ‘অরণ্যের পাঠশালা’য় শিক্ষক দিবস পালন করলো ‘আমরাই প্রাথমিক শিক্ষক‌’

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ