Friday, September 29, 2023

Nadia Durga Puja : দেবী নবদ্বীপে রক্তবর্ণা! ‘লাল দুর্গা’র পুজো হয় ভট্টাচার্য বাড়িতে

প্রকাশিত:

- Advertisement -

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব(Durga Puja)। গ্রাম বাংলার (Gram Banglar Durga Puja) আনাচে কানাচে ছড়িয়ে আছে বিভিন্ন প্রাচীন পুজো৷ বিচিত্র তাদের রীতিনীতি। আবার পুজোর সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন বিশ্বাস, আলৌকিক ঘটনা, কথন প্রভৃতি। যেগুলি এই সব বিখ্যাত অথবা অশ্রুত পুজোগুলোকে আরও ঐতিহ্যমন্ডিত করে তুলেছে। তেমনই এক পুজো নদিয়ার (Nadia) যোগনাথতলার ভট্টাচার্য বাড়ির সাড়ে তিনশো বছরের প্রাচীন ‘লাল দুর্গা’র পুজো (Lal Durga)।

প্রায় সাড়ে তিনশো বছর আগে অবিভক্ত বাংলাদেশের মিতরা গ্রামে ভট্টাচার্য পরিবার এই পুজোর প্রচলন করেন। তারপর তাঁরা চলে আসেন নদিয়ার নবদ্বীপে। ১২০ বছরেরও বেশি সময় ধরে নবদ্বীপের যোগনাথতলায় এই পুজো হয়ে আসছে। পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল, প্রতিমার গাত্রবর্ণ টকটকে লাল। তাই এই দুর্গা ‘লালদুর্গা’ নামেও পরিচিত। একচালা সাবেকি রাজরাজেশ্বরী রূপী প্রতিমার বাহন নরসিংহ। প্রতিমার সঙ্গে থাকা কার্তিক ও গণেশের অবস্থান বিপরীত। গণেশ দেবী দুর্গার ডানদিকের পরিবর্তে বাম দিকে এবং কার্তিক বামদিকের পরিবর্তে ডানদিকে।

আরও পড়ুন:  Birbhum Durga Puja : দেবী বৈষ্ণব মতে পুজো পান বীরভূমের সিউড়িতে

প্রতিমার গাত্রবর্ণের রক্তবর্ণ হওয়ার পিছনে রয়েছে সাবেকি কাহিনী। কথিত আছে, দেবীর গায়ের রং আগে ছিল হলুদ। সপ্তদশ শতাব্দীতে ভট্টাচার্য পরিবারের তৎকালীন গৃহকর্তা রাঘবরাম ভট্টাচার্য নবমীর দিন চণ্ডীপাঠ করার সময় পাঠে ভুল হয়। তারপর রাঘবরামের পুত্র রামভদ্রও পূর্ব দিকে মুখ করে পিতার সঙ্গে চণ্ডীপাঠে বসেন। এরপর ধীরে ধীরে দক্ষিণমুখী দেবী প্রতিমা ঘুরে যান পশ্চিমমুখে, রামভদ্রের দিকে। চণ্ডীপাঠ চলতে চলতেই ক্রমে রক্তবর্ণ হতে থাকেন দেবী এবং রক্তশূণ্য হতে থাকেন রামভদ্র। চণ্ডীপাঠ শেষ হতেই রামভদ্র সেখানেই লুটিয়ে পড়েন প্রাণশূন্য হয়ে। মৃন্ময়ী মূর্তি হয়ে ওঠে টকটকে লাল। সেই থেকে ভট্টাচার্য বাড়িতে দেবীর পুজোয় চণ্ডীপাঠ হয় না। নিষিদ্ধ পশুবলিও। দেবী পুজো পান বৈষ্ণব মতে।

আরও পড়ুন:  Burdwan Durga Puja : মহালয়াতেই বিসর্জন! বার্নপুরের ধেনুয়া গ্রামে ১ দিনে সারা হয় দেবীর পুজো
x

Latest articles

চাকরির দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ, তৃণমূল নেতাকে কলার ধরে বেধড়ক মার

ফের অস্বস্তিতে শাসক দল। আবারও টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।...

মিড ডে মিলের চাল-ডাল চুরি করতে গিয়ে পাকড়াও গুনধর শিক্ষক

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এখনও গোটা রাজ্যে উত্তপ্ত। কিছুদিন আগে শোনা গিয়েছিল নিয়মিত স্কুল...

New York Durga Puja : নিউ ইয়র্কে হয় একাধিক দুর্গাপুজো, কোমর বাঁধছেন শহরের বাঙালিরা

যত সময় গিয়েছে নিউইয়র্ক শহরে বেড়েছে বাঙালির সংখ্যা। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে পুজো সংখ্যাও।...

Canada Durga Puja : পুজোয় উইন্ডসরে এক টুকরো বাঙালিয়ানা, অপেক্ষায় প্রবাসীরা

আপনি যেখানেই যান, কপাল নয়, সঙ্গে পাবেন 'বাঙালি'কে। আর বাঙালি যেখানেই যায়, সেখানে বহন...

আরও খবর

Medinipur Dengue : “কোয়াকের পাল্লায় পড়বেন না, বাড়িতে শুয়ে শুয়ে মৃত্যুবরণ করবেন না”, ডেঙ্গি-বার্তা সিএমওএইচ-এর

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যপশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলায় ক্রমশ ডেঙ্গি (Dengue) প্রভাব বিস্তার করছে।...

World Cup 2023: বিশ্বকাপ খেলতে এসে ভারতে সংবর্ধনা দেখে অভিভূত পাকিস্তানের অধিনায়ক বাবর আজম

পাকিস্তান অধিনায়ক বাবর আজম ভারতে তিনি এবং তার সতীর্থরা যে ভালবাসা এবং সমর্থন পেয়েছেন...

Todays Petrol Diesel Price 23/9/2023 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনুযায়ী দেশের সব শহরের জন্য তেল কোম্পানিগুলি আজকের তেলের দাম...