BRAKING NEWS

Horoscope Today: আজকের রাশিফল ৬/৩/২০২৩

Horoscope Today: আজকের রাশিফল ৬/৩/২০২৩, GNE BANGLA

মেষ/ Aries রাশিফল Rashifal : পরিবারে অশান্তি সৃষ্টি হতে পারে। মাতৃপীড়া দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। কোনো বিশেষ কারণে চিত্ত বিক্ষেপ দেখা দিতে পারে। নিজেকে সংযত রাখা খুবই জরুরি, অন্যথায় ক্ষতির আশঙ্কা।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : মন খুশি হবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে আভিজাত্য থাকবে। কাছের মানুষ খুশি হবে। পরিবারের সঙ্গে ভালো সময় ভাগাভাগি করবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ বাক আচরণ বজায় রাখবে। সহযোগিতা অব্যাহত থাকবে। বড়দের সঙ্গ থাকবে। স্বতঃস্ফূর্ততা সম্পর্কের ভারসাম্য বাড়াবে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : বহুমুখী কর্মক্ষমতা অব্যাহত থাকবে। ভালো লাভের সম্ভাবনা থাকবে। সম্প্রসারণের সুযোগ বাড়বে। আয়ের একাধিক উৎস থাকবে। কাজে স্বাচ্ছন্দ্য আসবে। লক্ষ্যে ফোকাস বাড়ান। স্থবির ক্ষেত্রে গতিবেগ তৈরি করবে। নতুন বিষয়ে গতি আসবে। কাজ সহজে সম্পন্ন করবে। পেশাগত প্রচেষ্টা চালিয়ে যাবে।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : আজ আপনার হাতে কিছু অপচয় হওয়ার আশঙ্কা। লেখকদের জন্য ভাল কিছু ঘটতে পারে। নিজের জন্য খরচ বৃদ্ধি। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা। আজ সকালের দিকে শুভ কিছু ঘটতে পারে। ভ্রমণের জন্য কোনও আলোচনা। প্রেমে নতুন অশান্তি আসতে পারে। ব্যবসার ব্যাপারে কোনও চিন্তা বৃদ্ধি পাবে। শরীরে কোনও কষ্ট বাড়তে পারে। আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন।

Horoscope Today: আজকের রাশিফল ৪/৩/২০২৩

সিংহ/ Leo রাশিফল Rashifal : প্রেমের ব্যাপারে আশা ভঙ্গ হতে পারে। গুরুজনের সঙ্গে ব্যবসার আলোচনা। আয় ও ব্যয় ঠিক থাকবে না। সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে। গান বাজনার জন্য দিনটি ভাল। বাড়তি কোনও খরচের জন্য ঋণ নিতে হতে পারে। পিতার সঙ্গে ব্যবসার আলোচনা। ব্যক্তিত্বের সংঘাত হবেই।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : আজ দিনটা আপনার জন্য কঠিন ও জটিল হতে পারে। পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে কর্মদক্ষতা, বুদ্ধিমত্তা। মন দিয়ে এবং বুদ্ধি দিয়ে কাজ করে চটজলদি কাজ সম্পাদন করতে সক্ষম হবেন। মাথা খুব ঠান্ডা রাখুন। প্রেমে কিছু গুরুত্বপূর্ণ ঘটবে না।

তুলা/ Libra রাশিফল Rashifal : কিছু উপহার পেতে পারেন আজ। বাইরের কোনও অচেনা লোকের জন্য বিপদ হতে পারে। অতিরিক্ত খরচ হতে পারে। আইনি কোনও কাজের জন্য বিশেষ আলোচনা। কেউ আপনাকে সাহায্য করলে তা আখেরে আপনার জন্য ভালোই হবে। আজ একটু ব্যয় বাড়তে পারে। ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : দিনটি মোটামুটি ভালোই কাটবে। কাজের জায়গায় চাপ বাড়তে পারে৷ তা থেকে আসতে পারে ব্যস্ততা ও ক্লান্তি। তবে প্রিয়জনের সঙ্গে শেষভাগটা আনন্দে কাটাতে পারবেন। প্রেম জীবন ভালো কাটবে।

Horoscope Today: আজকের রাশিফল ২৮/২/২০২৩

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : আজ আপনার পুরনো কথা খুব মনে পড়বে। বুদ্ধিদীপ্ত কাজগুলি করতে উদ্যোগী হতে পারেন। অতীতের ভুল দ্বিতীবার করবেন না। জীবনে নতুন কিছু করুন। প্রেমে নিজে থেকে দু’ধাপ এগোন। বিবাহিত জীবন সুখের হবে।

মকর/ Capricorn রাশিফল Rashifal : সন্তানের জন্য কোনও কারণে চিন্তা বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মনে জেদ বৃদ্ধি। কোনও কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। শারীরিক এবং আর্থিক খুঁটিনাটির দিকে নজর দিন।বাড়তি কোনও ব্যবসা থেকে অর্থ আসতে পারে। স্ত্রীর ব্যাপারে চাপ আসার আশঙ্কা। বাবার সঙ্গে তর্ক হতে পারে।পড়াশোনায় সাফল্য আসতে পারে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : আজ আপনার দিনটি হাসিখুশি ও প্রাণশক্তিতে ভরপুর থাকবে৷ কঠোর পরিশ্রম করুন৷ প্রিয়জনদের আনন্দ দিন, ঘুরতে যান। নতুন করে কোন কাজ শুরু করতে পারেন।

মীন/ Pisces রাশিফল Rashifal : ভাল বন্ধুকে আজ চিনতে পারবেন। পড়াশোনার জন্য চাপ বাড়তে পারে। প্রেমে বাধা নিয়ে চিন্তা। কাজের ক্ষেত্রে অনীহা আসতে পারে। অতিরিক্ত খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। কোথাও ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা।কিন্তু এখনও আপনার কাছের মানুষের কাছে একইরকম প্রিয় আছেন আপনি। সঞ্চয়ের পরিমাণ কম হলেও আয়-ব্যয়ের সমতা বজায় থাকবে বলে মনে হয়।