বাবা-মায়ের বিবাদ! শিশুর নামকরণ আদালতের

বাবা-মায়ের বিবাদ! শিশুর নামকরণ আদালতের

জন্মের পরে নামকরণের ব্যাপারটা প্রত্যেকটা পরিবার একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে নামকরণ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তিন বছর ধরে বিবাদ হতে পারে এটা অস্বাভাবিক। হ্যাঁ ঘটনাটি বাস্তব। কেরালার এক কন্যা শিশুর নামকরণ নিয়ে তার মা বাবার মধ্যে বিবাদ তৈরী হয়।

নামকরণ না হওয়ার কারণে একাধিক সমস্যায় পড়তে হয়েছে ওই শিশুকে। জন্মের পর জন্ম শংসাপত্র একটি গুরুত্বপূর্ণ তথ্য। আর নামকরণ না হওয়ায় জন্ম শংসাপত্র তৈরী হয়নি ওই শিশুর। বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও সমস্যা হয়। তারপর সমস্যা এড়াতে রেজিস্টারের সময় কন্যা শিশুর মা তার নাম রাখতে চায় পুণ্য নায়ার। বাবার পছন্দের নাম ‘পদ্ম’! কিন্তু রেজিস্টারের ক্ষেত্রে পিতা ও মা উভয়ের সম্মতির প্রয়োজন। এরপরেই তৈরী হয় জটিল সমস্যার। পুনরায় দ্বন্দ্ব শুরু হয় দম্পত্তির।

বিষয়টি গিয়ে দাঁড়ায় আদালতের দ্বারে। শেষ পর্যন্ত কেরল হাইকোর্ট শিশুর নামকরণ করে। আদালত জানায় পিতা মাতার চাওয়াকে গুরুত্ব দিয়ে সন্তানের ক্ষতি করা উচিত নয়। আদালত আরো জানায় শিশুর কল্যাণের জন্য নামকরণের ক্ষমতা আদালতের রয়েছে। এবং শেষ পর্যন্ত আদালতই শিশুর নামকরণ করে। মা বাবা দুই জনের পছন্দ ব্যবহার করেই শিশুটির নাম ‘পূণ্য পদ্ম’ রেখেছে আদালত।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ