থানকুনি পাতার দশটি উপকার সম্পর্কে জেনে রাখুন

থানকুনি পাতার দশটি উপকার সম্পর্কে জেনে রাখুন

শারীরিক স্বাস্থ্যের সঙ্গে মানসিক স্বাস্থ্য অনেকখানি নির্ভরশীল। শরীর ঠিক থাকলেই মন ভালো থাকে অর্থাৎ সুস্থ দেহে সুস্থ মনের বাস। শরীর সুস্থ রাখার জন্য খাওয়ারের পাশাপাশি কিছু ভেষজ গাছের ভূমিকা অপরিসীম । ঠিক এমনি একটি ভেষজ গাছের পাতা হলো থানকুনি পাতা। গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় এই থানকুনি গাছের দেখা মেলে। যেমন জমিনের আল, পুকুর পাড় বা কোনো জলা জায়গায়।

এই থানকুনি পাতার উপকারিতার বিস্তারিত তথ্য অনেকেই জানেন না। তবে চলুন একের পর এক জেনে নেওয়া যাক।
১. আমাশয় বা অন্যান্য পেটের রোগ দূর করার জন্য থানকুনি পাতা ভীষণ উপকারী।

আরও পড়ুন:  Ghee : ঘি এর উপকার সম্পর্কে জানলে চমকে যাবেন, জানুন বিস্তারিত

২. শুধু পেটের রোগ নয় আলসার এগজিমা, হাজল সহ আরো অনেক রোগের ওষুধ থানকুনি পাতা।

৩.থানকুনির পাতার রস মৃত কোষের শুষ্কতা দূর করে ত্বক মসৃন করে তোলে।

৪.থানকুনি পাতার রস চুল পড়া আটকায় ও নতুন চুল গজাতে সাহায্য করে।

৫. চামড়ার বিভিন্ন রোগ থানকুনি পাতায় সারিয়ে তোলে।

৬.পুরানো ক্ষত বা যেকোনো রকম ক্ষত স্থানে থানকুনি পাতা সিদ্ধ করে, ওই জলটি লাগালে ক্ষত সেরে ওঠে।

আরও পড়ুন:  Ghee : ঘি এর উপকার সম্পর্কে জানলে চমকে যাবেন, জানুন বিস্তারিত

৭. থানকুনি পাতায় থাকা Bacoside A ও B মস্তিস্ক গঠন করে স্মৃতি শক্তি বাড়ায় ও রক্ত চলাচলে সাহায্য করে।

৮. দাঁত ব্যথার ক্ষেত্রেও থানকুনি পাতা ভীষণ উপকারী। মাড়ি থেকে রক্ত পড়া আটকাতে বা দাঁতের ব্যথায় থানকুনি পাতার সিদ্ধ জল দিয়ে কুলকুচি করলে অনেকখানি আরাম পাওয়া যায় ।

৯. প্রতিদিন এক গ্লাস দুধের সাথে থানকুনি পাতার রস মিশিয়ে খেলে বয়েস বাড়লেও যৌবন থেকে যায়।

১০. যদি কেউ রোজ থানকুনি পাতা খায় তবে তার স্নায়ু সক্রিয় থাকে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ