Sikkim Soldiers Missing : সিকিমে হড়পা বান, ২৩ জন সেনা জওয়ান নিখোঁজ

Sikkim Soldiers Missing : সিকিমে হড়পা বান, ২৩ জন সেনা জওয়ান নিখোঁজ

বৃষ্টিতে তুমুল বিপর্যয় সিকিমে! মেঘভাঙা বৃষ্টির জেরে উত্তর সিকিমের লোনক হ্রদ ফেটে পড়ে তিস্তায় হড়পা বান। ভেসে গিয়েছে সেনা জওয়ানদের ক্যাম্পন। এখনও পর্যন্ত ২৩ জন সেনা জওয়ানের খোঁজ মিলছে না বলে জানা গিয়েছে। সিকিমের চুংথাম মূল সিকিম থেকে বিচ্ছিন্ন।

মেঘভাঙা বৃষ্টিতে উত্তর সিকিমের লাচেন উপত্যকায় বিপর্যয়। অতিরিক্ত জলে লোনক হ্রদ উপচে পড়ে ভেঙে যায় চুংথাম বাঁধ। তিস্তার জলস্তর প্রায় ১৫ থেকে ২০ ফুট বেড়ে গিয়ে দুকুল ছাপিয়ে ধস নামে সিকিমের বিস্তীর্ণ এলাকায়। সিংতামে সেনার ছাউনি ভেসে গিয়েছে। খোঁজ মিলছে না ২৩ জন সেনা জওয়ানের। জলে তলায় চলে গিয়েছে সেনার গাড়ি, ছাউনি। তিস্তার প্রবাহ এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে প্রশাসন। তিস্তার উপরের ব্যারেজগুলিতে অতিরিক্ত জলস্তর বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। গাজলডোবা ব্যারাজ, দোমহনি, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, জলপাইগুড়ি শহর এলাকায় তিস্তা অববাহিকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ