Sweet Potato : মিষ্টি রাঙা আলুর অনেক গুণ! জানেন নাকি?

images 2024 01 30t201644.352

শীতের বাজারে নতুন আলুর পাশাপাশি একটি অন্য আলুরও দেখা মেলে। স্বাদে ও রঙে সেটি সাধারণ আলুর থেকে সম্পূর্ণ আলাদা। আলুটি মিষ্টি আলু বা রাঙা আলু নামে পরিচিত। একাধিক পুষ্টিগুণ রয়েছে এই আলুর।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ৩০/৩/২০২৪

১. মিষ্টি আলুতে থাকে ভিটামিন এ, সি, ভিটামিন বি৬।
২. আয়রন, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাঙ্গানিজের মতো খনিজ পদার্থ থাকে।
৩. মিষ্টি আলুতে বিভিন্ন ধরনের ফাইবার থাকায় হজমের জন্য উপকারী।
৪. কোষ্ঠকাঠিন্য দূর হয়।
৫. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
৬. অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসার ও স্ট্রোকের ঝুঁকি কমায়।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ