ভোল বদলাবে তারকেশ্বর স্টেশনের, খরচ ২৪ কোটি টাকা

images 2024 01 30t145753.614

ভোল বদলে যেতে চলেছে হুগলির তারকেশ্বর স্টেশনের। অমৃত ভারত প্রকল্পে স্টেশনটি সাজাতে প্রায় ২৪.৪ কোটি টাকা বরাদ্দ করেছে রেল। যাত্রী সমাগম ও পরিষেবা বিষয়টি গুরুত্ব দিয়েই পরিকাঠামোগত উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে।

শ্রাবণ মাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও সারা রাজ্য থেকে পুর্ণ্যার্থী এসে ভিড় করেন তারকেশ্বরে। এছাড়াও সারা বছরও বহু মানুষ তারকেশ্বরে আসেন। হুগলি ও বাঁকুড়া জেলার এক বিস্তীর্ণ অংশের মানুষজনও তারকেশ্বর স্টেশনের রেল যোগাযোগের উপর নির্ভর করেন। তারকেশ্বর-বিষ্ণুপুর (৮২.৪৭ কিমি) রেলপথের কাজ যদিও গোঘাটের ভাবাদিঘিতে জমি-জটের কারণে থমকে আছে, কিন্তু রেলপথ শুরু হলে তারকেশ্বর আরও গুরুত্বপূর্ণ স্টেশন হয়ে উঠবে। সেই কারণেই নিয়মিত যাত্রী এবং তীর্থযাত্রীদের বৃহত্তর স্বাচ্ছন্দ্যের বিষয়ে বিবেচনা করে স্টেশন উন্নয়নের পরিকল্পনা করেছে রেল।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 28/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ