Mamata BSF : গুরুতর অভিযোগ মমতার! বিএসএফ-এর বিরুদ্ধে ‘হুঁশিয়ারি’

images 2024 01 30t203632.614

ফের বিএসএফ-এর বিরুদ্ধে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত লোকসভা ভোটে বালুরঘাটে ভোটের লাইন ‘ম্যানেজ’ করানোর অভিযোগ আনলেন বিএসএফ-এর বিরুদ্ধে। সেই সঙ্গে ‘হুঁশিয়ারি’ শোনা গিয়েছে তাঁর গলায়।

মঙ্গলবার রায়গঞ্জের সরকারি পরিষেবা প্রদান কর্মসূচির পর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মঞ্চ থেকে তিনি বলেন, “আমার কাছে ইনফরমেশন আছে। আগের বার বালুরঘাটে ভোটের লাইন করিয়েছিল বিএসএফ।’’ তিনি আরও বলেন, ‘‘মনে রাখবেন ইলেকশন চলে যাবে। আমরা কিন্তু থাকব। তখন কিন্তু সেই কথাটা আমারও মনে থাকবে।’’ মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘‘ভোট করায় নির্বাচন কমিশন, ডিএম, এসপি-রা। সেখানে ওরা গিয়ে লাইন ম্যানেজ করে। কে দিয়েছে এই অধিকার?’’

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 26/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

প্রসঙ্গত উল্লেখ্য, গত লোকসভা ভোটে বালুরঘাট আসনে জয়ী হয়েছিল বিজেপি। এই আসনের সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্ত বর্তমানে বিজেপিরাজ্য সভাপতি। ফলে মুখ্যমন্ত্রীর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। যদিও এর আগেও বিএসএফ-এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন মমতা। সীমান্তবর্তী এলাকায় বিএসএফ আইডেন্টিটি কার্ড দিতে চাইলে তা নিতে নিষেধ করেছিলেন।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ