Mahalaya 2023 : মহালয়া অমাবস্যার তিথি ও তর্পণের সময় কি? জেনে নিন

Mahalaya 2023 : মহালয়া অমাবস্যার তিথি ও তর্পণের সময় কি? জেনে নিন

মহালয়া অমাবস্যায় পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা। অমাবস্যার এই তিথিতে পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পণ, পিন্ডদান, শ্রাদ্ধ করার রীতি প্রচলিত রয়েছে দীর্ঘকাল ধরে। আবার মহালয়া মানেই, বাঙালিপুজো প্রায় শুরু। আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। সঙ্গে দিনগোনা।

এই বছরের মহালয়ার অমাবস্যা তিথি শুরু হচ্ছে ১৩ অক্টোবর তথা ২৫ আশ্বিন, রাত ৯/২৬/৯ থেকে। স্থায়ী হবে পরের দিন ১৪ অক্টোবর তথা ২৬ আশ্বিন, রাত ১০/৪৯/৪৪ পর্যন্ত। ফলে ১৪ অক্টোবর ভোরে করা যাবে তর্পণ। অন্যদিকে পুজোর দিনগুলি হল – মহাষষ্ঠী – ২০ অক্টোবর শুক্রবার, মহাসপ্তমী – ২১ অক্টোবর শনিবার, মহাষ্টমী – ২২ অক্টোবর রবিবার, মহানবমী – ২৩ অক্টোবর সোমবার, মহাদশমী – ২৪ অক্টোবর মঙ্গলবার।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ