Medinipur : মোহনপুর ব্রিজে গাড়ির ভার নিয়ে কিঞ্চিৎ শিথিল নিয়ম, যদিও মানতে হবে একাধিক নির্দেশ

Medinipur : মোহনপুর ব্রিজে গাড়ির ভার নিয়ে কিঞ্চিৎ শিথিল নিয়ম, যদিও মানতে হবে একাধিক নির্দেশ

অক্টোবর মাসের মাঝামাঝি পুজো। ইতিমধ্যেই পুজো উদ্যোক্তা থেকে ব্যবসায়ী, সবার প্রস্তুতি তুঙ্গে৷ তার আগে মেদিনীপুরে কংসাবতী নদীর উপর খড়গপুর ও মেদিনীপুরের সংযোগকারী দেশপ্রাণ বীরেন্দ্র সেতু তথা মোহনপুর ব্রিজে যান চলাচল নিয়ে কিঞ্চিৎ শিথিল হল নিয়ম।

জীর্ণ দশার কারণে ব্রিজের উপর দিয়ে কোনও গাড়ির ৮ মেট্রিক টনের বেশি ভার বহনের উপর ছিল নিষেধাজ্ঞা৷ মাঝে সেতুতে চলে সংস্কারের কাজ। ১৭ আগস্ট রাত ১১টা থেকে লোড টেস্টিং-এর জন্য সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকে এই সেতুতে। এরপর ২১ আগস্ট সকাল ৯ টা নাগাদ সাধারণের জন্য খুলে দেওয়া হয় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর গুরুত্বপূর্ণ এই মোহনপুর তথা বীরেন্দ্র শাসমল সেতু। যদিও যানবাহনের ভারবহনে ছিল কড়াকড়ি। এবার সেই নিয়ম কিঞ্চিৎ শিথিল করা হয়েছে।

আরও পড়ুন:  Medinipur : কুইজ ব্যাঙ্কের সারা বাংলা আন্তঃবিদ্যালয় কুইজে চ্যাম্পিয়ান তমলুকের হ্যামিল্টন হাইস্কুল

বৃহস্পতিবার বীরেন্দ্র সেতুতে লাগানো হয়েছে নতুন নির্দেশিকা সম্বলিত বোর্ড৷ এবার থেকে পণ্যবাহী গাড়ি ৮ মেট্রিক টনের পরিবর্তে ২৫ মেট্রিক টন ওজন বহন করতে পারবে৷ তবে জারি থাকছে অন্যান্য কড়া কিছু নিষেধাজ্ঞা। সেগুলি- বাণিজ্যিক গাড়ির সর্বোচ্চ গতিবেগ ৩০ কিমি প্রতি ঘন্টা, সেতুতে যানজট করা চলবে না, ওভারলোডিং নিষিদ্ধ, দুটি গাড়ির মধ্যে নূন্যতম ২০ মিটার দূরত্ব বজায় রাখতে হবে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ