Vishwakarma Puja 2023 : কবে বিশ্বকর্মা পুজো, জেনে নিন পুজোর নির্ঘন্ট

Vishwakarma Puja 2023 : কবে বিশ্বকর্মা পুজো, জেনে নিন পুজোর নির্ঘন্ট

দেব কারিগর বিশ্বকর্মা! দেবতাদের ইঞ্জিনিয়ার নামেই সমধিক পরিচিত তিনি। মূলত, কলকারখানায় ওই দেবতা বিশ্বকর্মার আরধনা করা হয়। বাংলার অন্যতম শিল্প শহর হলদিয়ার বিভিন্ন কারখানায় ধূমধাম করে পালন করা হয় দেব কারিগরের পুজো। ভাদ্রের সংক্রান্তিকে কন্যা সংক্রান্তি বলা হয়। এই সংক্রান্তিতেই বিশ্বকর্মা পুজো হয়ে থাকে।

চলতি বছর বিশ্বকর্মা পুজো পড়ছে ১৮ সেপ্টেম্বর। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৩১ ভাদ্র, সোমবার। অমৃত যোগ – দিবা ঘ ৭.৩ মধ্যে ও ১০।১৯ গতে ১১।৪৭ মধ্যে এবং রাত্রি ৬।২৯ গতে ৮।৪৯ মধ্যে ও ১১।১০ গতে ২।১৭ মধ্যে। মাহেন্দ্র যোগ দিবা ঘ ৩।১৪ গতে ৪।৫৩ মধ্যে। সাধারণত অন্যান্য বছর ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী ১৭ সেপ্টেম্বর পড়লেও এই বছর পড়েছে ১৮ সেপ্টেম্বর।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ