Dev : দেব কি রাজনৈতিক অবসরে! ভোট নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য সাংসদের

Dev : দেব কি রাজনৈতিক অবসরে! ভোট নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য সাংসদের

আসন্ন লোকসভা নির্বাচন। তার আগে নিজের রাজনৈতিক ও নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব। ২০২৪ এর লোকসভা ভোটে তিনি টিকিট পাবেন কিনা তা এখনও ভাবার সময় আসেনি বলে জানিয়ে সাংসদ-অভিনেতার মন্তব্য, “ঘাটালে পূর্ণ সময়ের সাংসদ হলে আমার চেয়ে ভালো কাজ করবে।”

২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ঘাটাল থেকে তৃণমূল প্রার্থী হন দেব। জিতে প্রথমবার হন সাংসদ। এরপর ২০১৯ সালেও একই আসন থেকে সাংসদ নির্বাচিত হন। ২০২৪ সালের লোকসভা ভোট আসন্ন। বর্তমানে নিজের ‘প্রধান’ সিনেমার প্রচারে ব্যস্ত অভিনেতা এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি জানান, “আমার জায়গায় পূর্ণ সময়ের সাংসদ হলে তিনি আরও ভালো কাজ করতে পারতেন।” যদিও তিনি রাজনৈতিক সন্ন্যাস নিচ্ছেন কিনা সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি অভিনেতা। তাঁর ব্যাখা, “২০১৯ সালে ভেবেছিলাম দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) বললে ভোটে লড়ব। এবার সেরকম কিছু ভাবতে পারছি না। ২০২৪-এ টিকিট পাব কি না, ভোটে লড়ব কি না এ নিয়ে এখনও ভাবার জায়গায় আসিনি। তবে আমার পরিবর্তে পূর্ণ সময়ের সাংসদ হলে কাজ ভালো হবে।”

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 1/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ