Medinipur Sourav : শালবনীতেই কি সৌরভের কারখানা! কি বলছে জমির হদিস

Medinipur Sourav : শালবনীতেই কি সৌরভের কারখানা! কি বলছে জমির হদিস

স্পেনের (Spain) মাদ্রিদে অনুষ্ঠিত বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সফর সঙ্গী হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সেখানেই তিনি ঘোষণা করেছেন, মেদিনীপুরে (Medinipur) ইস্পাত কারখানা তৈরি করতে চলেছেন তিনি। প্রায় ২৫০০ কোটি টাকা বিনিয়োগ হবে। ফলে ৬ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। কিন্তু মেদিনীপুরের (Medinipur) কোথায় সেই কারখানা তৈরি হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, শালবনীতে (Shalboni) জিন্দলদের উদ্বৃত্ত জমিতেই সম্ভবতঃ তৈরি হবে সৌরভের কারখানা।

ঘটনাক্রম ২০০৮ সালের। রাজ্যের তৎকালীন বাম সরকার পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ইস্পাত কারখানা এবং বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার জন্য ৪,৩৩৪ একর জমি জিন্দলদের দিয়েছিল। ঐ বছর নভেম্বর মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেখানে কারখানার শিলান্যাস করেন। এরপরে শিলান্যাস অনুষ্ঠান থেকে ফেরার পথে ঘটে মাওবাদী হামলা। এরপর হয় লালগড় আন্দোলন, গড়ে ওঠে ‘পুলিশের সন্ত্রাস বিরোধী জনগণের কমিটি’। পিছিয়ে যায় জিন্দলদের কারখানা তৈরি। শুরু হয় টালবাহানা। এর পর ১৩৫ একর জমিতে সিমেন্ট কারখানা তৈরি করে জিন্দলরা। ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্বোধন করেন।

আরও পড়ুন:  Puja Shopping : শপিং এর ভিড় জমতে শুরু করেছে মেদিনীপুর ও ঝাড়গ্রামের আনাচে কানাচে

পরবর্তীতে চলতি বছরের মে মাসে শালবনীর এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “জিন্দলদের একটা কারখানা আমি এসে উদ্বোধন করেছিলাম। ওদের শিল্পের জন্য কিছুটা জমি লেগেছে, বাদবাকি জমি ওঁরা ফেরত দিচ্ছেন। ওই জমিতেই বড় ইন্ডাস্ট্রি তৈরি হবে।” সূত্রের খবর, সিমেন্ট কারখানা গড়ে উঠলেও সৌরবিদ্যুৎ প্রকল্প ও কর্মী আবাসন গড়ে তুলতে অনেকটাই জমি লাগবে জিন্দলদের। তাই প্রাপ্ত জমির মোট ১৫০০ একর রেখে বাকিটা ফিরিয়ে দিতে চলেছে তারা। অনুমান, সেই জমিই সৌরভ গঙ্গোপাধ্যায়েরকে দেওয়া হচ্ছে ইস্পাত কারখানার জন্য৷ যদিও। জিন্দল গোষ্ঠীর ফিরিয়ে দেওয়া জমির পরিমাণ অনেকটাই। ফলে সৌরভের ইস্পাত কারখানা তৈরির পরেও বাকী জমিতে সহযোগী শিল্প গড়ে উঠতে পারে৷

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ