- Advertisement -
জয়পুরের সরকারি সওয়াই মানসিংহ হাসপাতালে সরকারি ‘চিরঞ্জিবী’ প্রকল্পে হয়েছিল ছানি অপারেশন। কিন্তু তারপরেই ১৮ জন দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চিরঞ্জিবী স্বাস্থ্য প্রকল্প রাজস্থান সরকারের নিজস্ব প্রকল্প। জয়পুরের সওয়াই মানসিংহ হাসপাতালে সেই প্রকল্পে বেশ কিছু রোগীর চোখের ছানির অপারেশন করানো হয়৷ কিন্তু তারপরেই চোখে প্রদাহ ও অন্যান্য অসুবিধার কথা জানান রোগীরা৷ বেশ কিছু রোগীকে পুনরায় হাসপাতালে ভর্তি করানো হয়, কিছু জনের ফের অস্ত্রোপচার হয়। কিন্তু ১৮ জন এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে অভিযোগ। চিকিৎসকদের বক্তব্যে উঠে এসেছে সংক্রমণের তত্ত্ব৷ ইতিমধ্যে রোগীদের চিকিৎসা শুরু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত হবে।