Medinipur : অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের পরিবারের

Medinipur : অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের পরিবারের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

স্ত্রীরোগ জনিত অপারেশনের পর জটিলতা ও তার জেরে রোগিণীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক কাঞ্চন ধারার বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে সরব হলেন রোগিণীর পরিজনেরা। তাঁরা সেই মর্মে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের কাছে ও কোতোয়ালি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে।

জানা গিয়েছে, স্ত্রীরোগ জনিত কারণে রোগিণী দিপালী খামরুই ডাঃ কাঞ্চন ধারার চিকিৎসাধীন ছিলেন। তাঁরই নির্দেশে শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন তিনি। গত ২২ সেপ্টেম্বর ডাঃ ধারার তত্ত্বাবধানে জরায়ুতে টিউমারের অপারেশন হয়৷ এরপর রোগিণীর দ্রুত শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে আইসিইউ বিভাগে স্থানান্তরিত করা হয়। রোগিণীর পরিবারের অভিযোগ, সেই সময়ে বারবার বিষয়টি অপারেশনকারী ডাক্তার কাঞ্চন ধারাকে জানানো হলেও তিনি একবারও আসেননি। পরিবর্তে অন্য চিকিৎসকেরা রোগিণীর চিকিৎসা করেন৷ অবস্থা বেগতিক দেখে তাঁরা পুনরায় রোগিণীর অপারেশনের সিদ্ধান্ত নেন। ঝুঁকি নিয়ে ফের অপারেশন হয়৷ অপারেশনের পরে ভোরে রোগিণীর মৃত্যু হয়। এরই প্রেক্ষিতে ডাঃ কাঞ্চন ধারার বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছেন রোগিণীর পরিজনেরা। তাঁদের অভিযোগ, অপারেশনের পরে রোগিণীর অবস্থার অবনতি হতে অপারেশনকারী চিকিৎসকের উপস্থিতি বাধ্যতামূলক হলেও ডাঃ ধারা সেই দায়িত্ব পালন করেননি।

আরও পড়ুন:  IIT Kharagpur : বিশেষ কোর্স করাবে আইআইটি খড়গপুর, জানুন বিস্তারিত

রোগিণী পরিবারের অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষও। নার্সিংহোমের ম্যানেজার রাকেশ বক্সি বলেন, “অপারেশনের পরে সমস্যা তৈরি হলেও ডাঃ কাঞ্চন ধারা ছিলেন না। তিনি ডাঃ মন্ডল ও ডাঃ পানকে পাঠয়েছিলেন অবজারভেশনের জন্য। তিনি নিজে না এলেও ফোনে কথা হয়েছে।” তিনি আরও বলেন, “ঘটনাটি আমাদের জন্যও বেদনাদায়ক। আমি ম্যানেজমেন্টের পদে, মেডিকেল পার্সন নই৷ তবুও ব্যক্তিগতভাবে মনে করি এই ধরণের সমস্যা তৈরি হলে সংশ্লিষ্ট চিকিৎসকের থাকা বাঞ্ছনীয়।”

আরও পড়ুন:  Shalboni : শালবনির জমি জিন্দলদের কাছেই! সৌরভের প্রকল্পের ভবিষ্যৎ কি

ঘটনাকে কেন্দ্র এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। মৃতার পরিবার ডাঃ কাঞ্চন ধারার বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে জেলা পুলিশ সুপার ও মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিবারের দাবি অনুযায়ী, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় রোগিণীর ময়নাতদন্ত করা হয়েছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ