Panchayat Election : ব্যালট খেয়েও হল না শেষরক্ষা! ২০টি বুথের ভোট বাতিল কমিশনের

Panchayat Election : ব্যালট খেয়েও হল না শেষরক্ষা! ২০টি বুথের ভোট বাতিল কমিশনের

মঙ্গলবার থেকে শুরু হয়েছিল রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা। বুধবার তা শেষ হয়েছে। কিন্তু বৃহস্পতিবার রাজ্যের ২০টি বুথে ভোট বাতিলের ঘোষণা করলো রাজ্য নির্বাচন কমিশন। ঐ বুথগুলিতে পুনরায় হবে নির্বাচন

সমস্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আসনের ফলপ্রকাশ হয়েছে। কিন্তু তারপরেই ২০টি বুথে ভোট বাতিলের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। ব্যালট পেপার নষ্ট করায় রাজ্যের ২০টি বুথে পুনরায় পঞ্চায়েত ভোট হবে বলে জানিয়েছে কমিশন। বাতিল এই বুথের তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনার হাবরা-২ ভুরকুণ্ডা গ্রামের ৩১ নম্বর বুথ। যেখানে হারছেন দেখে তৃণমূল প্রার্থী মহাদেব মাটি ব্যালট পেপার খেয়ে নেন। হাওড়ার সাঁকরাইল ব্লকের মোট ১৫টি বুথের ভোট বাতিল করেছে কমিশন। সেই সঙ্গে উত্তর ২৪ পরগনার হাবড়া-২ ব্লকের ৪টি ও হুগলির সিঙ্গুর ব্লকের ১টি বুথের ভোট বাতিল হয়েছে।

আরও পড়ুন:  Panchayat Election : পঞ্চায়েতে সবুজ ঝড়! পশ্চিম মেদিনীপুরেও এগিয়ে তৃণমূল

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ