Ram Mandir: কোন সময়ে খোলা থাকবে রাম মন্দির? ভক্তরা দর্শন পাবেন কখন?

images 2024 01 21t180943.576

সোমবার ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রামমন্দিরের। রামলালার বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৮০০০ আমন্ত্রিত অতিথির উপস্থিতি অনুষ্ঠান হবে। কিন্তু সাধারণ মানুষজনের এইদিন প্রবেশাধিকার নেই। মঙ্গলবার থেকে সাধারণের জন্য খুলে যাবে মন্দির।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 28/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

মঙ্গলবার থেকে সারা দিনে দু’বার রামমন্দিরের দরজা খোলা হবে। সকাল ৭ টায় প্রথমে দরজা খোলা হবে। দরজা বন্ধ হবে বেলা সাড়ে ১১টায়। এরপর পুনরায় দুপুর ২টো থেকে দর্শনার্থীরা রামমন্দিরের ভিতর প্রবেশ করতে পারবেন। মন্দিরের দরজা বন্ধ হবে সন্ধ্যা ৭ টায়। সোমবার শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের প্রবেশাধিকার রয়েছে। মঙ্গলবার থেকে সর্বসাধারণের জন্য রামমন্দির খোলা।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 26/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ