পুরুলিয়ায় আছে অযোধ্যা! সীতাকুণ্ড ও রামের কাহিনী

img 20240122 wa0004

অযোধ্যা থেকে বহু দূরে পুরুলিয়ায। সেখানে আজও আছে সীতাকুণ্ড। কথিত আছে বনবাসে থাকাকালীন এখানেই এসেছিলেন রাম, লক্ষণ ও সীতা। এই কুণ্ড থেকেই নাকি তৃষ্ণা নিবারণ করেন সীতা।

স্থানীয়দের বিশ্বাস, বনবাস পর্বে পুরুলিয়ায় আসেন রাম-সীতা। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বিচরণের সময় তেষ্টা পেয়েছিল জানকীর। পত্নীর তৃষ্ণা নিবারণের জন্য সেই সময় নাকি তীরের আঘাতে পাহাড়ে গর্ত করেন রামচন্দ্র। তা থেকে বেরিয়ে এসেছিল মিষ্টি জলের ধারা। সেই স্থানই সীতাকুণ্ড নামে পরিচিত।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 30/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

আজও দেখা যায় পাথরে বাঁধানো জলকুণ্ড। তাতে রয়েছে জল। স্থানীয়রা শিকারে যাওয়ার আগে পুজো দিয়ে যান এখানে। এলাকাবাসীর উদ্যোগে তৈরি হয়েছে রাম-সীতা ও লক্ষণের মন্দিরও। জেলাবাসীদের অনেকের কাছেই তীর্থস্থান এই এলাকা। কথিত আছে, এখানে রাম এসেছিলেন বলেই এই জায়গার নামও অযোধ্যা।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ