Jadavpur University : স্বয়ং উপাচার্যই নাকি র‍্যাগিং-এর শিকার! ফের অভিযোগ যাদবপুরে

Jadavpur University : স্বয়ং উপাচার্যই নাকি র‍্যাগিং-এর শিকার! ফের অভিযোগ যাদবপুরে

যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে একের পর এক তথ্য উঠে আসছে এখনও। ছাত্র মৃত্যুর ঘটনার প্রায় দু মাস হতে চলেছে, তবুও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং বিষয়টি নিয়ে আলোচনা আর শেষ হয় না। ছাত্র মৃত্যুর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু পরিবর্তন আনতে বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তারই মধ্যে খোদ উপাচার্য অভিযোগ আনলেন, তিনিই নাকি র‍্যাগিং-এর শিকার হয়েছেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে ১০টি জায়গাতে মোট ২৯টি সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় ক্যামেরা বসানোর কাজও শুরু হয়েছে। আপাতত উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক বুদ্ধদেব সাউ। কিন্তু র‍্যাগিং যেন পিছু ছাড়িছে না। এবার উপাচার্য বুদ্ধদেব সাউয়ের অভিযোগ, তিনিও নাকি র‍্যাগিং-এর শিকার। পড়ুয়ারদের একাংশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন তিনি। যদিও ছাত্রমহল বিষয়টি মেনে নিতে নারাজ। তাদের দাবি, উপাচার্যের পদ পেয়ে তিনি শুধুই শাসক হিসেবে থেকে যাচ্ছেন। পড়ুয়াদের অভিযোগ, কোনও বিষয়ে সমস্যা সৃষ্টি হলে বা অভিযোগ জানানোর থাকলে দেখা মেলে না উপাচার্যের। অন্যদিকে উপাচার্যের বক্তব্য, ‘পাকা মাথার’ কেউ হয়তো পড়ুয়ামহলের একাংশকে পরিচালনা করছেন।

প্রসঙ্গতঃ উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ছাত্র-মৃত্যু কাণ্ডের পরেই রাজ্যপাল সিভি আনন্দ বোস অস্থায়ী উপাচার্য হিসেবে অধ্যাপক বুদ্ধদেব সাউকে নিযুক্ত করেন। এরপরে আরও একাধিক বিশ্ববিদ্যালয়ে নিজ ক্ষমতা বলে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। যা কেন্দ্র করে রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাত চরমে পৌঁছেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সরাসরি আক্রমণ করেছেন রাজ্যপালকে। রাজ্যপালের উপাচার্য নিয়োগের এক্তিয়ার নিয়ে মামলা আদালতেও গিয়েছে। এই পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্য রাজনৈতিক প্রেক্ষিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে অভিমত অভিজ্ঞমহলের।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ