সমুদ্রের উপর দেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর, খরচ ১৭,৮৪০ কোটি টাকা

1705044296 3 73

দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার মুম্বাইয়ে ‘অটলবিহারী বাজপেয়ী সেওয়ারি-নভ সেবা অটল সেতু’র উদ্বোধন করেন তিনি।

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামাঙ্কিত এই সেতুর দৈর্ঘ্য ২১.৮ কিলোমিটার। এর মধ্যে ১৬.৫ কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে এবং বাকি ৫.৫ কিলোমিটার স্থলভাগের উপর দিয়ে প্রসারিত। এটি দেশের দীর্ঘতম সমুদ্র সেতু। সেতুটি তৈরিতে খরচ হয়েছে ১৭ হাজার ৮৪০ কোটি টাকা। ব্যবহার করা হয়েছে ১,৭৭,৯০৩ মেট্রিক টন লোহা এবং ৫,০৪, ২৫৩ মেট্রিক টন সিমেন্ট। জানানো হয়েছে, মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর যেতে এবং মুম্বই বন্দর থেকে নভি মুম্বইয়ে জওহরলাল নেহরু বন্দরে যেতে এবার থেকে কম সময় লাগবে। উপকৃত হবেন মুম্বাই থেকে পুণে, গোয়া, দক্ষিণ ভারতে যাতায়াতকারীরা। যদিও সেতুতে মোটরবাইক, অটো বা ট্রাক্টর চলাচল করবে না।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ