Coromandel Express Accident : দুর্ঘটনায় দোষীদের কঠোর শাস্তি হবে, জানালেন প্রধানমন্ত্রী

Coromandel Express Accident : দুর্ঘটনায় দোষীদের কঠোর শাস্তি হবে, জানালেন প্রধানমন্ত্রী

ওড়িশার ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে বালেশ্বরের হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গেও দেখা করে কথা বলেন তিনি। পরিদর্শনের পর প্রধানমন্ত্রীর বার্তা, “তদন্তের পর দুর্ঘটনায় দোষী কঠোর শাস্তি হবে, কোনো ভাবেই রেয়াত করা হবে না।”

শুক্রবার সন্ধ্যায় ওড়িশায় বালেশ্বরের কাছে বাহানগা বাজারে দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। দুর্ঘটনার খবর মিলতেই সক্রিয় হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতেই কথা বলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে। শনিবার সকালে প্রধানমন্ত্রী উচ্চপর্যায়ের বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এরপরে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। শনিবার বিকেল প্রায় ৪ টে নাগাদ দুর্ঘটনাস্থলে পৌঁছায় তাঁর চপার। রেলের আধিকারিক, রেলমন্ত্রী, মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে উদ্ধারকাজ খতিয়ে দেখেন। কথা বলেন উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে। রেলের আধিকারিকদের কাছে দুর্ঘটনার বিবরনও শোনেন।

প্রধানমন্ত্রী এই দিন বালেশ্বরে হাসপাতালও পরিদর্শন করেন। কথা বলেন আহতদের সঙ্গে। পরিদর্শনের পর প্রধানমন্ত্রীর বার্তা, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহতদের চিকিৎসায় সরকার সমস্ত রকম সাহায্য ও প্রচেষ্টা করবে৷” রেলের তদন্তের দুর্ঘটনায় দোষী প্রমাণিত হলে তাঁদের রেয়াত করা হবে না, কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ