Kamarhati : এবার মদন-গড়ে সিবিআই!নথি ও ৩৪ পুরকর্মীকে তলব

Kamarhati : এবার মদন-গড়ে সিবিআই!নথি ও ৩৪ পুরকর্মীকে তলব

রাজ্যে পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই-এর নজর মদন-গড়ে! এই মামলায় কামারহাটি পুরসভার কাছে চেয়ে পাঠানো হয়েছে নথি। সেই সঙ্গে পুরসভার ৩৪ জন কর্মীকে তলব করা হয়েছে বলে খবর সূত্রের।

পুর নিয়োগ দুর্নীতি নিয়ে প্রথম অভিযোগ ওঠে নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে অয়ন শীলের গ্রেপ্তারির পর৷ তাঁর সংস্থার মাধ্যমে পুরসভায় অবৈধ নিয়োগ হয়েছে, এমন অভিযোগ ওঠার পর আদালতের নির্দেশে তদন্তে নামে সিবিআই। সেই সিবিআই তদন্ত নিয়ে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। অবশেষে সিবিআই তদন্তের নির্দেশই বহাল থাকে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ১৪টি পুরসভার ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নিয়োগ সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। মূলত উত্তর ২৪ পরগনার দক্ষিণ দমদম, উত্তর দমদম, বরাহনগর, পানিহাটি, কামারহাটি, হালিশহর পুরসভার নিয়োগ প্রশ্নের মুখে পড়েছে। বৃহস্পতিবার বরাহনগর পুরসভার আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা৷ এবার রাজ্য রাজনীতিতে মদন মিত্রের গড় হিসাবে সুপরিচিত কামারহাটি পুরসভার কর্মীরা জিজ্ঞাসাবাদের মুখে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ