Prashant Kishor : কংগ্রেসে যোগদানের প্রস্তাব খারিজ পিকে-র, ‘আমি নয়, সবল নেতৃত্ব প্রয়োজন’ টুইট করে বার্তা

Prashant Kishor : কংগ্রেসে যোগদানের প্রস্তাব খারিজ পিকে-র, 'আমি নয়, সবল নেতৃত্ব প্রয়োজন' টুইট করে বার্তা

টুইট করে কংগ্রেসে যোগদানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। কংগ্রেসে যোগ দিয়ে এমপাওয়ার্ড অ্যাকশন গ্রুপের সদস্য হয়ে নির্বাচনের দায়িত্ব নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি।

বেশ কিছুদিন ধরেই দেশের রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল বৈঠক করে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, প্রশান্ত কিশোরকে কংগ্রেসে যোগ দিয়ে নির্বাচনের দায়িত্ব গ্রহণ করতে প্রস্তাব দিয়েছেন। কিন্তু বাস্তবে পিকে সেই প্রস্তাবে সাড়া দেবেন কিনা সেই বিষয়েও ছিল জল্পনা। অবশেষে মঙ্গলবার বিকেলে টুইট করে প্রশান্ত কিশোর জানিয়েছেন, “আমি কংগ্রেসের দলে যোগদান করে ইএজি গ্রপের সদস্য হয়ে নির্বাচনের দায়িত্ব নেওয়ার উদাত্ত প্রস্তাব বিনীত ভাবে প্রত্যাখ্যান করেছি।”

টুইটে প্রশান্ত আরও লিখেছেন, “আমার বিনীত মতামত, গঠনমূলক সংস্কারের মাধ্যমে দলের সুগভীর গঠনমূলক সমস্যা সমাধানের জন্য আমাকে ছাড়াও দলের নেতৃত্ব ও সদর্থক মনোভাব প্রয়োজন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ