উত্তরপ্রদেশে এগিয়ে বিজেপি, পঞ্জাবে আপ, পাঁচ রাজ্যে পিছিয়ে ইভিএম-কে দায়ী করে পথে কংগ্রেস

উত্তরপ্রদেশে এগিয়ে বিজেপি, পঞ্জাবে আপ, পাঁচ রাজ্যে পিছিয়ে ইভিএম-কে দায়ী করে পথে কংগ্রেস

বৃহস্পতিবার চলছে উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুর এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখনও পর্যন্ত পাওয়া খবরে উত্তরপ্রদেশে পুনরায় গেরুয়া ঝড়ের ইঙ্গিত। এমনকি উত্তরাখন্ড ও মণিপুরেও এগিয়ে রয়েছে বিজেপি। প্রথমবার পঞ্জাবে বিধানসভা ভোটে প্রতিদ্বন্ধিতা করেই এগিয়ে আপ। গোয়ায় সামান্য এগিয়ে বিজেপি।

উত্তরপ্রদেশে এগিয়ে বিজেপি, পঞ্জাবে আপ, পাঁচ রাজ্যে পিছিয়ে ইভিএম-কে দায়ী করে পথে কংগ্রেস

উত্তরপ্রদেশের মোট ৪০৩ টি আসনের ২৬৭ টি তে এগিয়ে বিজেপি জোট, ১২৩ টিতে সমাজবাদী পার্টি জোট, ৫ টিতে বসপা, ৩টিতে কংগ্রেস। পঞ্জাবে বিপুল জয়ের পথে আপ। ১১৭ টি আসনের ৯০ টিতে এগিয়ে আপ, কংগ্রেস এগিয়ে ১৮ টিতে, অকালি দল ৬ টি, বিজেপি ২ টি আসনে এগিয়ে। গোয়ায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ৪০ টি আসনের ১৮ টিতে বিজেপি এগিয়ে, ১২ টিতে কংগ্রেস এগিয়ে, ৫ টিতে মহারাষ্ট্র গোমন্তক পার্টি এগিয়ে। অন্যদিকে ৭০ বিধানসভা আসনের উত্তরাখণ্ডে ৪৪টিতে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২১টিতে এবং আম আদমি পার্টি এগিয়ে রয়েছে একটি আসনে। মণিপুরে ৬০ টি আসনের ২৭ টিতে বিজেপি এগিয়ে, কংগ্রেস জোট ৯ টি আসনে এগিয়ে।

আরও পড়ুন:  “পশ্চিমবঙ্গ জেহাদিদের জায়গা হবে নাহলে ডবল ইঞ্জিন সরকার হবে”, তৃণমূল-সিপিএমকে আক্রমণ শুভেন্দুর

এখনও পর্যন্ত কার্যত ৫ টি রাজ্যেই পিছিয়ে কংগ্রেস। এই ফলের জন্য ইভিএম-কে দায়ী করে দিল্লির রাস্তায় বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন কংগ্রেস কর্মী সমর্থকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ