পঞ্জাব নির্বাচন : প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ কংগ্রেসে, নির্দল লড়বেন মুখ্যমন্ত্রীর ভাই

সামনে পঞ্জাব বিধানসভা নির্বাচন। এবারের নির্বাচনে পঞ্জাবে নিজেদের জয় বজায় রাখা কংগ্রেসের জন্য বড় চ্যালেঞ্জ। গতকাল বিধানসভা ভোটের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে শাসক দলের তরফে। কিন্তু তার পরেই টিকিট না পাওয়াকে কেন্দ্র করে দলে বিদ্রোহের ইঙ্গিত। নির্দল প্রার্থী হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়েছেন স্বয়ং পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নির ভাই, চিকিৎসক মনোহর সিংহ।

আরও পড়ুন:  Medinipur: দু’দশক আগের কংগ্রেস কর্মী খুনের ঘটনায় সিপিএম নেতার যাবজ্জীবন

শনিবার কংগ্রেস তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কিন্তু সেই তালিকায় মনোহর সিংহর নাম নেই। পেশাগত ভাবে মনোহর সিংহ ছিলেন সরকারি মেডিক্যাল অফিসার। মাস কয়েক আগে তিনি চাকরি ছাড়েন এবং রাজনীতিতে যুক্ত হয়ে যোগ দেন কংগ্রেসে। কংগ্রেস এক পরিবার এক পদ নীতির কথা জানিয়ে, তাঁর দাদা তথা পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নিকে প্রার্থী পদ দিয়ে তাঁকে দেয়নি। রবিবার মনোহর জানিয়েছেন, তিনি নির্দল প্রার্থী হিসেবে দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে লড়াই করবেন।

আরও পড়ুন:  Medinipur: দু’দশক আগের কংগ্রেস কর্মী খুনের ঘটনায় সিপিএম নেতার যাবজ্জীবন

মনোহর রাজনীতিতে নবাগত হলেও পঞ্জাবের মুখ্যমন্ত্রী চন্নির পরিবার পঞ্জাবে রাজনৈতিক ভাবে যথেষ্ট প্রভাবশালী। ফলে তাঁর এই বিদ্রোহ দলীয় স্তরে কংগ্রেসের উপর প্রভাব ফেলতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ