রামপুরহাট কান্ড : ৩৫৫ ধারায় কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি অধীর চৌধুরীর

রামপুরহাট কান্ড : ৩৫৫ ধারায় কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি অধীর চৌধুরীর

রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনার প্রেক্ষিতে রাজ্যে ৩৫৫ ধারা প্রয়োগ করে কেন্দ্রীয় হস্তক্ষেপের অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।

বীরভূম জেলার রামপুরহাটের বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান খুন এবং ১২ জনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। মাননীয় রাষ্ট্রপতিকে চিঠি লিখে লোকসভায় কংগ্রেসের দলনেতা অনুরোধ করেছেন, পশ্চিমবঙ্গ সরকার যাতে সাংবিধানিক বিধি মেনে চলতে বাধ্য হয়, তা নিশ্চিত করার জন্য রাজ্যে ৩৫৫ ধারা জারির অনুরোধ জানাচ্ছি।

আরও পড়ুন:  Medinipur: দু’দশক আগের কংগ্রেস কর্মী খুনের ঘটনায় সিপিএম নেতার যাবজ্জীবন

সংবিধানের ৩৫৫ ধারা অনুযায়ী, রাজ্য সরকার যাতে সংবিধান অনুযায়ী চলে তা নিশ্চিত করার দায়িত্ব কেন্দ্রের। প্রতি রাজ্যকে বাইরের আগ্রাসন ও অভ্যন্তরীণ গোলযোগ থেকে নিরাপত্তা দিতে হবে কেন্দ্রকে। ফলে এই ধারা প্রয়োগ করে রাজ্যের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা প্রশ্নে হস্তক্ষেপ করতে পারে কেন্দ্র। অন্যদিকে ৩৫৬ ধারা প্রয়োগ করে রাজ্যের সরকার ভেঙে দেওয়ার দাবি তুলেছে বিজেপি-এ একাংশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ