Civic Bonus : শুভেন্দুর কটাক্ষের পরেই মমতার বোনাস ঘোষণা সিভিকদের জন্য

Civic Bonus : শুভেন্দুর কটাক্ষের পরেই মমতার বোনাস ঘোষণা সিভিকদের জন্য

কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারপশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের সম পরিমাণ পুজো বোনাস দেওয়া হচ্ছে না বলে অভিযোগ এনে টুইট করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরেই পাল্টা টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলেন্টিয়ারদেরও একই পরিমাণ পুজো বোনাস দেওয়া হবে বলে ঘোষনা করেন। সেই সঙ্গে কিছু রাজনৈতিক দল দুরভিসন্ধিমূলক প্রচার চালাচ্ছে বলেও অভিযোগ আনেন তিনি।

আরও পড়ুন:  Durga Puja : ভার্চুয়াল মাধ্যমে পিড়াকাটার পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর, মানসিক ভাবে পাশে থাকার বার্তা

ঘটনার সূত্রপাত শুক্রবার। শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে অভিযোগ করেন, কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারের পুজো বোনাস হিসাবে ৫ হাজার ৩০০ টাকা করে দেওয়া হলেও, পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের ২ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। বৈষম্যের অভিযোগ এনে স্বরাষ্ট্রদফতরের সচিবকে তা অবসানের অনুরোধও করেন রাজ্যের বিরোধী দলনেতা।

আরও পড়ুন:  Laxmi Bhandar : খুশির খবর মহিলামহলে, লক্ষ্মী ভাণ্ডারে আসতে পারে পরিবর্তন

এর ঘন্টাখানেক পরেই টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ারদেরও ৫ হাজার ৩০০ টাকা করে পুজো বোনাস দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। সেই সঙ্গে অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল দুরভিসন্ধিমূলক ভাবে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের ক্যাডারদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ