স্বামী বিবেকানন্দ : শিক্ষা চেতনার উন্মেষে এক অনন্য শিক্ষক

স্বামী বিবেকানন্দ নাম শ্রুতিগোচর হলেই এক গেরুয়াধারী দৃপ্ত তেজস্বী সন্ন্যাসীর চিত্র আমাদের মানসপটে ভেসে ওঠে। কিন্তু একই সঙ্গে তিনি যে এক আদর্শ শিক্ষকের প্রতিভূ তা বলার অপেক্ষা রাখেনা। বর্তমান সময়ে শিক্ষার বাণিজ্যকরণ শিক্ষার মান নিয়ে যেমন প্রশ্ন তুলেছে তেমনই প্রশ্ন তুলেছে ডিগ্রি সর্বস্ব শিক্ষার কার্যকারণ ও বর্তমান সময়ের শিক্ষকদের আদর্শ নিয়েও। প্ৰকৃত পক্ষে শিক্ষক তিনিই যিনি নিজের শিক্ষার্থীদের সামনে নিজেকে উপস্থিত করতে পারেন আদর্শগত উদাহরণ বিষয়ে। সেই হিসেবে বিবেকানন্দকে সমস্ত সমাজের শিক্ষক রূপে অভিহিত করা যেতে পারে।

বিবেকানন্দ যে গভীর দার্শনিক ছিলেন তা তার বক্তব্যে প্রতিভাত হয়েছে বারবার। সন্ন্যাসী হলেও তাঁর শিক্ষাদর্শ শুধুমাত্র অতীন্দ্রিয় জগতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বিবেকানন্দ শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন “Education is the manifestation of the perfection already in man” অর্থাৎ ব্যক্তি-মানুষের মধ্যে অবস্থিত মহত্বের প্রকাশই হল শিক্ষা। আর ব্রহ্মচর্যাশ্রম গড়ে তোলার মধ্যদিয়ে শিক্ষার্থীর মধ্যে সু-অভ্যাস গড়ে তােলা, চরিত্রগঠন, আত্মনির্ভরতা বৃদ্ধি, পরায়হিতে নিমজ্জিত হওয়ার মাধ্যমে মনুষ্যত্বের বিকাশসাধন, শিক্ষার্থীর নৈতিক এবং আধ্যাত্মিক চেতনার উন্নতিসাধনকে বিবেকানন্দ গুরুত্ব দিয়েছেন বিশেষ রূপে।

মানবসেবা এবং আত্মার মুক্তি ছিল বিবেকানন্দের জীবনের আদর্শ। কারন তাই ছিল ধর্মের মূল সাধন। তাই নিজের মানবাতাবাদের ধর্ম শিক্ষাই তিনি দিয়ে গিয়েছেন সমাজকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ