দেশজুড়ে শিক্ষিত বেকারদের হাহাকার, তবুও দেশে আবারও মোদী সরকার

দেশজুড়ে শিক্ষিত বেকারদের হাহাকার, তবুও দেশে আবারও মোদী সরকার

দেশ জুড়ে সাত দফায় আগামী ১৯ এপ্রিল থেকে লোকসভানির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে। এই নির্বাচনপ্রধানমন্ত্রী হিসেবে আবারও নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সহজেই জয়ী হবেন বলে মনে করা হচ্ছে।

বেকারত্ব ও মুদ্রাস্ফীতি ভোটারদের প্রধান উদ্বেগের বিষয়। তবে মোদির নেতৃত্ব এবং বিদেশনীতি মোদিকে পুনর্নির্বাচনের দৌড়ে সহায়তা করবে। সমীক্ষায় এমনটিই উঠে এসেছে।

২৮টি রাজ্যের মধ্যে ১৯টি রাজ্যে ভারতের সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটির (সিএসডিএস) লোকনীতি সমীক্ষায় দেখা গেছে, বেকারত্বই ছিল দেশের জনগণের প্রধান উদ্বেগ।

আরও পড়ুন:  দিলীপ হীন মেদিনীপুরে দেওয়ালে নেই বিজেপি প্রার্থীর নাম

সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রায় দুই-তৃতীয়াংশ বা ৬২ শতাংশ বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদির দ্বিতীয় মেয়াদে (গত পাঁচ বছরে) চাকরি পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে।

২২ শতাংশ মানুষ বলছেন, মোদি সরকারের সবচেয়ে ভালো পদক্ষেপ হলো রাম মন্দির নির্মাণ। ৮ শতাংশ বলেছেন।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 11/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

যদিও ভারত বিশ্বের এখন পঞ্চম বৃহত্তম অর্থনীতি, তবে বেকারত্ব ও মুদ্রাস্ফীতি চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, মোদি ক্ষমতায় আসার ঠিক আগে (২০১৩/১৪ সালে) ৪.৯ শতাংশ থেকে ২০২২/২৩ সালে বেকারত্বের হার বেড়ে ৫.৪ শতাংশ হয়েছে। ১৫-২৯ বছর বয়সী শহুরে যুবকদের প্রায় ১৬ শতাংশ মানসম্পন্ন চাকরির অভাবের কারণে বেকার রয়েছেন।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ