দিলীপ হীন মেদিনীপুরে দেওয়ালে নেই বিজেপি প্রার্থীর নাম

দিলীপ হীন মেদিনীপুরে দেওয়ালে নেই বিজেপি প্রার্থীর নাম

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর কেটে গিয়েছে প্রায় ১৭/১৮ দিন। তার পরেও মেদিনীপুর লোকসভার অন্তর্গত মেদিনীপুর শহর এবং খড়গপুর শহরের অধিকাংশ দেওয়াল লিখনে প্রার্থী অগ্নিমিত্রা পালের নাম নেই। নামের জায়গা এখনো পড়ে রয়েছে ফাঁকা।

বিজেপি এবার প্রার্থী করেনি মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে। তার জায়গাতে প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে। এই কারনেই কি বিজেপি কর্মীরা চুপচাপ বসে রয়েছে? দিলীপ ঘোষ ছাড়া অন্য কোন প্রার্থীকে বিজেপি কর্মীরা কি মেনে নিতে পারছে না? উঠছে প্রশ্ন!
কয়েকদিন আগে এই বিষয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের বলেন “আমরা আসতে আসতে কাজ শুরু করেছি। হাতে এখনো অনেকদিন রয়েছে। আমাদের জেলা সভাপতি এবং মন্ডল সভাপতিরা দেখছেন এই বিষয়টা।” এর পরেই অগ্নিমিত্রার সংযোজন “এমনিতেই আমাদের খুব একটা দেওয়াল লিখনের প্রয়োজন নেই। রামায়নে যেমন হনুমানজি বুকচিরে শ্রীরামচন্দ্রকে দেখিয়ে ছিলেন, তেমনি মেদিনীপুরখড়গপুরের মানুষ তাদের বুক চিরে দেখিয়ে দেবেন তাদের মনের দেওয়ালে রয়েছে শুধু মোদিজি। তাই, দেওয়াল লিখন না হলেও ২৫ মে মেদিনীপুরের মানুষ মোদীজিকে স্মরন করে পদ্মফুলে বোতাম টিপবেন।”

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 11/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

অন্য দিকে অবশ্য শাষক দল মিছিল মিটিং এর পাশাপাশি জোরকদমে করছে দেওয়াল লিখনের কাজ। মেদিনীপুর লোকসভার প্রায় সর্বত্রই দেওয়ালে দেখা যাচ্ছে জুন মালিয়ার নাম। পিছিয়ে নেই বামফ্রন্টের সিপিআই প্রার্থী বিপ্লব ভট্টও।

আরও পড়ুন:  মেদিনীপুর লোকসভায় পিছিয়ে বিজেপি 

দেওয়াল লিখনের ইন্দুর দৌড়ে অনেকটাই পিছিয়ে রয়েছে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। দেওয়াল লিখনে পিছিয়ে থেকেও ইভিএমে এগিয়ে যেতে পারে কিনা, সেটা অবশ্য সময় বলবে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ