Medinipur : বিজ্ঞানসম্মত চিন্তাভাবনার প্রসারের উদ্দেশ্যে ‘মার্চ ফর সায়েন্স’ জেলা শহরে

Medinipur : বিজ্ঞানসম্মত চিন্তাভাবনার প্রসারের উদ্দেশ্যে 'মার্চ ফর সায়েন্স' জেলা শহরে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
বিজ্ঞান ও বিজ্ঞানসম্মত চিন্তাধারার প্রসারের উদ্দেশ্যে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হল ‘মার্চ ফর সায়েন্স’। বিজ্ঞানের সমর্থনে আয়োজিত এই পদযাত্রা রবিবার মেদিনীপুর শহরে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যাদানের মধ্য দিয়ে শুরু হয় এবং শেষ হয় মেদিনীপুর কলেজের সামনে।

আরও পড়ুন:  Mohonpur Bridge : দ্বিতীয় মোহনপুর সেতুর ভবিষ্যৎ নিয়ে তরজা! “ঠেকনা দিয়ে সেতু-সরকার চলছে”, কটাক্ষ দিলীপের

এইদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, খড়গপুর কলেজের অধ্যাপক ও সংগঠনের জেলা শাখার সভাপতি, দেবাশীষ আইচ, সহ-সভাপতি অধ্যাপক সোমনাথ দে প্রমুখরা। এছাড়াও পদযাত্রায় জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

সংগঠনের রাজ্য শাখার সহ-সম্পাদক ডঃ নির্মল দুয়ারী পদযাত্রার শেষে আয়োজিত সভায় অভিযোগ আনেন, ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নামে অবৈজ্ঞানিক চিন্তার প্রসার হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সরকারি বরাদ্দ বৃদ্ধির দাবিআও তোলেন তিনি। পদযাত্রার মাধ্যমে মেদিনীপুর ও খড়গপুর শিল্পাঞ্চলের দূষণ প্রতিরোধ এবং জঙ্গলমহলের হাতি সমস্যার সমাধানে উপযুক্ত বৈজ্ঞানিক পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ