মমতার মেয়াদ ২০৩৬! তারপর মুখ্যমন্ত্রী অভিষেক

মমতার মেয়াদ ২০৩৬! তারপর মুখ্যমন্ত্রী অভিষেক

দেশে আসন্ন লোকসভা ভোট! তার আগে রাজ্যে প্রস্তুতি ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। শাসক দল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী বাটন কার হাতে থাকবে তা নিয়ে নিয়ত চলছে চর্চা। অন্যদিকে বিগত বিধানসভা নির্বাচনের পর তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দলের সাংগঠনিক ক্ষেত্রে গুরুদায়িত্ব পালনের দায় বর্তেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে। এই পরিস্থিতিতে পরবর্তীতে দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরী যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে দ্বিমত নেই রাজনৈতিক মহলের। এবার সেই ভাবনাকেই পুনরায় পোক্ত করলেন দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। জানিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বের মেয়াদ ২০৩৬ সাল! তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:  ভোটে জিতলেই তৃণমূলের দখলে থাকা বামফ্রন্টের পার্টি অফিস ফেরত দেবেন বিজেপি নেতা

রবিবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ হুগলির চুঁচুড়ায় এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি বলেন, “অনেকেই তৃণমূলের ওপর শকুনের মতো নজর রেখেছে। অনেকেই ভাবছেন তৃণমূলকে হারাতে পারলেই পশ্চিমবঙ্গকে দখল করা যাবে। সে গুড়ে বালি। তৃণমূল সরকার ছিল, আছে ও থাকবে।” এরপরেই তাঁর ঘোষণা, “আগামী ২০৩৬ সাল অবধি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।”

আরও পড়ুন:  সাবধান! দেশ জুড়ে নতুন মহামারীর আতঙ্ক

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ