ISL 2021-2022: ফের হারের সম্মুখীন ইস্টবেঙ্গল, হায়দ্রাবাদের কাছে ৪-০ গোলে হার

গত ম্যাচে আইএসএল মরশুমে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল এসসি ইস্টবেঙ্গল। কিন্তু পরের ম্যাচেই মুখ থুবড়ে পড়লো লাল-হলুদ। হায়দ্রাবাদ এফসি-র কাছে ৪-০ গোলে লজ্জার হার মারিয়ো রিভেরার ছেলেরা।

সোমবারের সন্ধ্যায় প্রথম থেকেই পাসিং ফুটবল খেলে একের পর রক আক্রমণ তুলে আনতে থাকে হায়দ্রাবাদ এফসি। ম্যাচে ২১ মিনিটে প্রথম গোল করে হায়দ্রাবাদকে এগিয়ে দেন ওগবেচে। সৌভিক চক্রবর্তীর কর্নারে মাথা ছোঁয়ান তিনি। লাল-হলুদ কিপার অরিন্দম বলের গতি বুঝতে ভুল করেন। তাঁর বুক ছুঁয়ে গোলে যায় বলে। ৪৪ মিনিটে দ্বিতীয় গোল ওগবেচের। মাঝ মাঠ থেকে প্রতি আক্রমণে উঠে ইস্টবেঙ্গল ডিফেন্সকে পরাস্ত করেন তিনি। পরের মিনিটে বিরতির ঠিক আগে হায়দ্রাবাদের তৃতীয় গোল। বামদিকে বল ধরে ইনসাইড কাটে উঠে এসে গোল করেন অনিকেত যাদব।

দ্বিতীয় অর্ধেও হায়দ্রাবাদের আক্রমণের ঝাঁঝ বজায় থাকে। ৭৪ মিনিটে নিজের হ্যাটট্রিক তথা দলের চতুর্থ গোল করেন ওগবেচে। জাভির শট কিপার ব্লক করলেও তা আসে ওগবেচের পায়ে। জোড়ালো শটে গোল করে ইস্টবেঙ্গলের জালে বল জড়ান তিনি। আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি তাদের। আজকের হারের পর ১৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পুনরায় লিগ তালিকায় সবার নীচে নেমে গেল লাল-হলুদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ