ISL 2022-23: আইএসএলে সবচেয়ে ধারাবাহিক দল এফসি গোয়া, ছন্দ ফিরে পেতে মরিয়া

ISL 2022-23: আইএসএলে সবচেয়ে ধারাবাহিক দল এফসি গোয়া, ছন্দ ফিরে পেতে মরিয়া

আইএসএলে (ISL) কেবলমাত্র লিগ পর্যায়ের খেলা ধরলে এফসি গোয়া(FC GOA) ২০১৪ সাল থেকে সবচেয়ে ধারাবাহিক দল৷ হিরো আইএসএল এর ৮ টি মরশুমের ৬টি তে নকআউট পর্যায়ে খেলেছে তারা৷ গোটা টুর্নামেন্টের ইতিহাসে গত মরশুমে মাত্র দ্বিতীয় বার তারা প্রথম চার দলে থাকেনি। ফলে এই বছর নিজেদের পুরাতন ধারাবাহিকতা ফিরে পেতে মরিয়া গোয়ার দল।

সাফল্যের খোঁজে চটজলদি বিষয় নয়, বরং দীর্ঘমেয়াদি ধারাবাহিকতা আনতে এবং তা বজায় রাখতে দলের নতুন কোচ করা হয়েছে দলেরই প্রাক্তন খেলোয়ার ও ক্যাপ্টেন কার্লোস পেনাকে। স্প্যানিশ কোচ দলের কাঠামো সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। সেই সঙ্গে দলে স্প্যানিশ ছোয়াও রাখতে চাইছেন তিনি। দলের ৬ জন বিদেশীর মধ্যে ৪ জনই স্প্যানিশ। দলে এসেছেন ইকের, আলভারো, ফারেস, মার্ক। সেই সঙ্গে গোয়া দলের গড় বয়স সব টিম গুলির মধ্যে সবচেয়ে কম। দলের মাত্র তিনজন খেলোয়াড় ৩০ বছরের ঊর্ধ্বে। ২৫ বছরের ঊর্ধ্বে ১১ জন। একগুচ্ছ খেলোয়াড়ের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। বোঝাই যাচ্ছে দীর্ঘ মেয়াদী ভাবনাকে গুরুত্ব দিচ্ছে দল। কিন্তু তারুণ্যের তেজে স্বপ্ন দেখতেই পারে গোয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ