মেষ : গৃহস্থ জীবনে অবসাদ থাকবে। কাজের ক্ষেত্রে দিন ভালো, তবে পরিশ্রম করা থেকে পিছপা হবেন না। স্বাস্থ্য ভালো থাকবে।
- Advertisement -
বৃষ : ঘর-পরিবারের পরিস্থিতির ওপর নজর দেবেন। কাজের ক্ষেত্রে দিন খুব ভালো। সরকারের তরফে লাভ হবে। গৃহস্থ জীবনে অবসাদ কমবে, ভালোবাসা বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে যাত্রার পরিকল্পনা করবেন।
- Advertisement -
মিথুন : দাম্পত্য কলহ হতে পারে। নিজের কোনও কিছু অপরকে দিতে হতে পারে। আজ কোনও বিষয়ে আপনাকে উচ্চপদস্থ ব্যক্তির করুণার পাত্র হতে হবে। কাজের বাইরে কিছু দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হতে হবে। আজ বাইরের কোনও অশান্তি আপনাকে নাজেহাল করতে পারে। আর্থিক বিষয়ে সচেতন থাকুন। বুধ আপনার জীবন ধারায় উন্নতি আনতে আপনাকে উৎসাহিত করবে।
- Advertisement -
কর্কট : কেউ আপনাকে আপনার জীবনের প্রাথমিক সিদ্ধান্ত বদলানোর জন্য চাপ দিচ্ছে। এ ক্ষেত্রে হেসে এড়িয়ে যেতে পারেন। মনে রাখবেন আপনিই আপনার সমস্ত সিদ্ধান্ত নিতে পারেন। তবে নেশার প্রতি আসক্তি বাড়তে পারে। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। কারও বিবাহের সংবাদে মনে আনন্দের উদয়।
সিংহ : শরীর ভালো যাবে না। পেটের রোগে কষ্ট পাবেন। লিভার কিডনি প্রমূখ রোগে আক্রান্ত হতে পারেন। চোট আঘাত লাগার সম্ভাবনাও রয়েছে। এবার আপনিই ঠিক করবেন যে আপনি অন্য কারও ওপর আপনার ভাগ্যকে ছেড়ে দেবেন, নাকি নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেবেন।
কন্যা : আজ পথেঘাটে একটু সাবধানে চলুন, কোনও আঘাত লাগতে পারে। শরীর বিশেষ ভাল যাবে না। মানসিক চিন্তায় দিন কাটবে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা। আজ শত্রুর সঙ্গে কোনও চুক্তিতে আপনার ক্ষতির সম্ভাবনা। ছোটখাটো শারীরিক ভোগান্তি। বাড়তি কোনও খরচ থেকে সাবধান থাকুন। নিজের জন্য সময় দিন, পরের সপ্তাহের মাঝামাঝিতেই পরিবর্তন বুঝতে পারবেন।
তুলা : যখন রাগ হবেন, তখন আমার লেখা মনে করবেন। দিনের শেষে কিছু টাকা হাতে আসতে পারে। কেনাকাটা শুভ। আজ আপনার কাছে একটি সুসংবাদ আসতে পারে।
বৃশ্চিক : দিনের শেষে প্রিয়জনদের সঙ্গে কথাবার্তা হিসাব করে বলবেন। যাঁরা বিলাসদ্রব্যের ব্যবসায় সম্পৃক্ত তাঁরা আরো লাভ করতে পারেন।
ধনু : রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। আর্থিক অনিশ্চয়তা বৃদ্ধি । রহস্যজনক কারণে আজ পাওনাদারদের দ্বারা ঝামেলার শিকার হবেন।
মকর : কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক এঁদের জন্য দিনটি অত্যন্ত শুভ।সিংহ আপনার জন্য সুন্দর দিন, প্রেম ও রোমাঞ্চের ক্ষেত্রে অতি শুভ।
কুম্ভ : ব্যবসায়ে মনযোগী হবেন, কোনও নতুন ডিল হাতে আসতে পারে। গৃহস্থ জীবনে ভালোবাসা বাড়বে। জীবনসঙ্গীর মনের কথা জানবেন। কাজের ক্ষেত্রে যাত্রা করতে হতে পারে।
মীন : কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অন্নের ব্যবসায়ে লগ্নি, চাকরি ও যাত্রার ফলে লাভ হবে। ব্যবসায়ে নতুন পরিকল্পনা কার্যকর হবে। নিজের মনের কথা প্রকাশ করার সুযোগ পাবেন।