মঙ্গলবারের সন্ধ্যায় লিগ শীর্ষে থাকা হায়দ্রাবাদ এফসি-র সাথে দ্বৈরথে নেমেছিল এটিকে মোহনবাগান। ম্যাচের সেরা লিস্টন কোলাসোর সৌজন্যে হায়দ্রাবাদকে ১-২ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুণ।
ম্যাচের প্রথমার্ধে চোট সমস্যায় জর্জরিত হয়ে ওঠে এটিকে মোহনবাগান। হুগো বুমোস এবং কার্ল ম্যাকহিউ চোট পান। তাঁরা মাঠ ছাড়তে বাধ্য হওয়ায় জনি কাউকো এবং ইস্টবেঙ্গল ম্যাচের নায়ক কিয়ান নাসিরিকে প্রথমার্ধেই পরিবর্ত হিসেবে নামানো হয়।
- Advertisement -
প্রথমার্ধে বিশেষ দাগ কাটতে সমর্থ না হলেও দ্বিতীয়ার্ধে লিস্টন কোলাসোর সৌজন্যে ভালো খেলতে শুরু করে এটিকে মোহনবাগান। প্রথম গোলবাসে তাঁর পা থেকেই। ম্যাচের ৫৬ মিনিটে ডেভিড উইলিয়ামসের পাস বাগান-অর্ধ থেকে উঠে গিয়ে ধরেন কোলাসো। তারপর হায়দরাবাদের গোলরক্ষক লক্ষ্মীকান্ত কাট্টিমণিকে বোকা বানিয়ে জালে জড়ান। কয়েক মিনিট পরেই ম্যাচের ৫৯ মিনিটে বাগানের দ্বিতীয় গোল। কাউকোর থ্রু পাস ধরে গোল করে যান মনবীর সিংহ। ৬৭ মিনিটে জোয়েল চিয়ানেস হায়দ্রাবাদের হয়ে একটি গোল শোধ করেন। এরপরে পরপর দুই বার গোলের সহজ সুযোগ পেয়েও নষ্ট করেন লিস্টন কোলাসো। ১-২ ব্যবধানে জিতে ম্যাচ শেষ করে এটিকে।
- Advertisement -
শীর্ষে থাকা নিজামের দলকে হারিয়ে ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে উঠে এলো মোহনবাগান।