Sunday, October 1, 2023

Horoscope Today: আজকের রাশিফল ১৪/৯/২০২৩

প্রকাশিত:

- Advertisement -

মেষ/ Aries রাশিফল Rashifal : সমস্যা দেখা দিতে পারে বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে। দুঃচিন্তায় ফেলতে পারে সন্তানদের বিরুপ আচরণ৷ যা পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করতে পারে৷ বেগ পেতে হতে পারে এই পরিস্থিতির মোকাবিলা করতে। এছাড়া পারিবারিক বিবাদ দেখা দিতে পারে৷ সর্তক থাকতে হবে প্রতিবেশীদের থেকে
বৃষ/ Taurus রাশিফল Rashifal : সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেব করে চললেও অতিরিক্ত খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার আশঙ্কা আছে। আপনার ব্যবহার একটু খারাপ হতে পারে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : জীবনকে সঠিক পথে চালাতে পরিকল্পনামাফিক কাজ এবং কঠোর পরিশ্রম করতে হবে। তবে গ্রহের অবস্থান অনুকূল না থাকায় কোনও সমস্যার কার্যকরী সমাধান বের করতে পারবেন না। তাই পরামর্শ দেওয়া হচ্ছে ধৈর্য্য ধরতে ও মাথা ঠান্ডা রাখতে। বিরত থাকা উচিত কোনও কিছুর প্রত্যাশা করা থেকে৷

কর্কট/ Cancer রাশিফল Rashifal : আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থ ভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেমে সাফল্য থাকবে। কুটিরশিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি। পড়াশোনায় খুব ভাল সুযোগ আসতে পারে।

সিংহ/ Leo রাশিফল Rashifal : কর্মক্ষেত্রে আসতে পারে সম্মান বা স্বীকৃতি। তবে সহকর্মীরা হিংসা না করে আপনাকে পূর্ণ সহযোগিতা করবে। বিরত থাকতে হতে পারে কর্মস্থল পরির্বতনের চিন্তা থেকে৷

কন্যা/ Virgo রাশিফল Rashifa : মনে নতুন কিছু করার ইচ্ছা কাজ করবে। আজ অপরের জন্য কোনও কাজ করে আনন্দ পাবেন। আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে।

তুলা/ Libra রাশিফল Rashifal : প্রিয়জনের মন জয় করার চেষ্টাই আজকে আপনার প্রধান লক্ষ্য হতে পারে। তবে বাধ সাধবে কোনও অজ্ঞাত কারণ৷ তবে যাই ঘটুক না কেন আনন্দ এনে দিতে পারে সামাজিক অনুষ্ঠান৷ নতুন বন্ধুদের সঙ্গে আলাপ হতে পারে৷

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাবারের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার আশঙ্কা। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল। প্রেমের ব্যাপারে বাজে খবর আসতে পারে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : পরিকল্পনা অনুযায়ী কাজ না হওয়ায় হতাশা আসতে পারে। সম্মুখীন হতে হবে অপ্রত্যাশিত কিছু জটিল পরিস্থিতির৷ মাথা ঠান্ডা করে এগিয়ে যাওয়াই সমীচীন৷

মকর/ Capricorn রাশিফল Rashifal : নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ হবে। অমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। ভাইয়ের সঙ্গে বিবাদ বাধতে পারে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : আগ্রহী হবেন পছন্দের কাজগুলি শেষ করতে৷ আর্তদের সাহায্য করতে পেরে আনন্দিত হতে পারেন। এই কারণে পেতে পারেন প্রশংসা৷ সামাজিক কার্যাবলীর জন্য বৃদ্ধি পেতে পারে সম্মান৷

মীন/ Pisces রাশিফল Rashifal : আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। খরচ বেশি হওয়ায় বাড়িতে অশান্তি বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় দুঃখ। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। বন্ধুর ব্যাপারে একটু সাবধান থাকা দরকার।

x

Latest articles

Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

আজ ১লা অক্টোবর ২০২৩ পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের চার জেলায় কেমন আবহাওয়া(Weather) থাকতে পারে আসুন দেখে...

Horoscope Today: আজকের রাশিফল ১/১০/২০২৩

মেষ/ Aries রাশিফল Rashifal : প্রয়োজনে ভাইকে পাশে পাবেন। কাজের ফাঁকে বিশ্রাম নেওয়া...

Durga Puja 2023 : কখন অঞ্জলি ও সন্ধিপূজা? পঞ্জিকা মতে দুর্গাপূজার নির্ঘন্ট জানুন

দিন যাচ্ছে। ক্রমশ এগিয়ে আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ইতিমধ্যেই ভিড় দোকানে, বাজারে। শুরু...

Ludo : লুডো খেলা থেকে অবৈধ সম্পর্ক, অন্তরঙ্গ ছবি ফাঁস করে পুলিশের জালে যুবক

স্মার্ট ফোনের মধ্যে লুডো গেম বর্তমানে সবাই কমবেশি খেলে থাকে। আর এদিকে লুডো গেম...

আরও খবর

New York Durga Puja : নিউ ইয়র্কে হয় একাধিক দুর্গাপুজো, কোমর বাঁধছেন শহরের বাঙালিরা

যত সময় গিয়েছে নিউইয়র্ক শহরে বেড়েছে বাঙালির সংখ্যা। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে পুজো সংখ্যাও।...

জঙ্গলমহল পর্যটনে অনন্য দর্শনীয় করম পরব ও ইঁদমেলা

শরতে জঙ্গলমহল অপরুপ সাজে সজ্জিত। এই সময় উইক এন্ডের ছুটি কাটাতে জঙ্গলমহল সেরা গন্তব্য।...

Meri Mati Mera Desh : মোহবনীতে ক্ষুদিরামের জন্মভিটের মাটি সংগ্রহ ‘আমার মাটি আমার দেশ কর্মসূচি’তে

দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দেশ জুড়ে পালিত হচ্ছে 'আজাদি কা অমৃত মহোৎসব'! তারই...