Durand Cup : ডুরান্ড জিতে মোহনবাগানের লক্ষ্মীলাভ, চোখধাঁধানো টাকার অঙ্ক

Durand Cup : ডুরান্ড জিতে মোহনবাগানের লক্ষ্মীলাভ, চোখধাঁধানো টাকার অঙ্ক

২০২৩ ডুরান্ড কাপ জুড়ে বাঙালির আবেগ ছিল উত্তেজনার শিখরে। তা আরও বেশি করে নষ্টালজিয়ায় সম্পৃক্ত হয় যখন ফাইনালে ওঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে সেরার শিরোপা মোহনবাগানের দখলে এবং বিজয়ী দল হিসেবে পেয়েছে ৬০ লক্ষ টাকা। এ বছর ডুরান্ড কমিটির পুরস্কারের মোট বাজেট ছিল ১ কোটি ২ লক্ষ টাকা।

মোহনবাগান প্রেমীরা প্রথমে একটু হতাশ হলেও শেষ পর্যন্ত তা পরিণত হয়েছে বিজয়ীর হুল্লোড়ে। এ দলের গোলরক্ষকের দায়িত্বে ছিলেন বিশাল কাইথ তিনি পেয়ে গেছেন সোনার গ্লাভস ও সাথে ৪ লক্ষ টাকা পুরস্কারমূল্য। অন্য দিকের ইস্টবেঙ্গল রানার্স হয়ে পেয়েছে ৩০ লক্ষ টাকা। ফাইনালে তাদের টক্কর সমানে সমানে হলেও সময়ে সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত দিতে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। এই টিমের নন্দকুমার ছিলেন গত ম্যাচের নায়ক। কিন্তু তাঁর ভক্তরা ফাইনালে তার খেলা দেখে কিছুটা হতাশ। তবে যাক হোক খেলার মাঠে ভাগ্য সঙ্গ না দিলেও ধনলক্ষ্মী কৃপা করেছেন তাঁর উপর। পুরস্কার হিসেবে পেয়েছেন ৪ লক্ষ টাকা। এই ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে ট্রফি ছিনিয়ে নিয়েছে সবুজ মেরুন শিবির। তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আরও পড়ুন:  Kolkata Derby : ডুরান্ড ফাইনালে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, ডার্বি ঘিরে বাড়ছে উত্তেজনা

কলকাতার ফুটবল ডার্বি বাঙালির চির আবেগের। সেই আবেগের উচ্ছাসে ভেসেছিল যত ফুটবল প্রেমীরা। গোল স্কোরের তালিকা নজর রাখলে দেখা যায় সর্বোচ্চ গোলস্কোরার হিসেবে উঠে এসেছেন মহমেডানের ডেভিড লালহানসঙ্ঘা পেয়েছেন, গোল্ডেন বুট ও সঙ্গে ৬ লক্ষ টাকা।

আরও পড়ুন:  Kolkata Derby : ডুরান্ড ফাইনালে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, ডার্বি ঘিরে বাড়ছে উত্তেজনা

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ