Primary Case : ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে

Primary Case : ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে

এখনই চাকরি যাচ্ছে না ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের। তাঁদের চাকরি বাতিলের নির্দেশ খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে হাইকোর্টে পুনরায় মামলাটির শুনানির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিকের ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ১৪০ জন চাকরিপ্রার্থী হাইকোর্টে মামলা করেন। মামলাকারীরা অপ্রশিক্ষিত প্রার্থী। মামলাকারীদের দাবি ছিল, তাঁদের থেকে কম নম্বর পাওয়ার পরেও অনেক অপ্রশিক্ষিত প্রার্থী চাকরি পেয়েছেন। আদালতের নির্দেশে নম্বর বিভাজন সহ তালিকা প্রকাশের পর তা স্পষ্ট বলে দাবি করেন তাঁরা। দীর্ঘ শুনানির পর ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু চাকরি যাওয়া অপ্রশিক্ষিত শিক্ষকের সংখ্যাটি ‘টাইপোগ্রাফিক্যাল’ ভুল তথা লেখার ভুল হয়েছে দাবি করে সংশোধনী চেয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীদের আইনজীবী। রায় সংশোধন করে চাকরি বাতিল শিক্ষকের সংখ্যা ৩২ হাজার করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে ৩২ হাজার শিক্ষক সহ সমস্ত প্রার্থীকে পুনরায় নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়। পর্ষদকে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, আগস্ট মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে। ততদিন পার্শ্বশিক্ষক হিসাবে স্কুলে যোগদানের অনুমতি দেওয়া হয় ঐ শিক্ষকদের।

আরও পড়ুন:  Panchayet Election : “প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব নয়”, কমিশনের স্বীকারোক্তি

চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি নুতন করে নিয়োগ প্রক্রিয়া না হওয়া পর্যন্ত বজায় রাখেন। সেই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রেখে আগামী আগস্ট মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয় পর্ষদকে৷ সেই নিয়োগ প্রক্রিয়ায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষককে অংশ নিতে হবে ও উত্তীর্ণ না হলে চাকরি থাকবে না বলেও জানায় ডিভিশন বেঞ্চ। সেই রায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং শিক্ষকদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শীর্ষ আদালতে বিচারপতি জে কে মহেশ্বরী এবং কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে হাইকোর্টে মামলাটির পুনরায় শুনানির নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন:  Panchayet Election : ভোটের দফা বৃদ্ধি হবে না, হাইকোর্টে খারিজ অধীরের আবেদন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ